শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`জ্বীন' টিজার প্রকাশ, ঈদে মুক্তি পাবে

জ্বীন

মনিরুল ইসলাম: জাজ মাল্টিমিডিয়ার 'জ্বীন' এর ৫৮ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে। আজ সোমবার টিজারটি প্রকাশ করা হয়। এতে বলা শুরু বলা হয়েছে, সাইন্সের ব্যাখ্যা যেখানে শেষ ধর্মের ব্যাখ্যা সেখান থেকে শুরু...। ভৌতিক ঘরানার এ সিনেমাটি শুটিং শুরু হয় ২০১৯ সালে।

টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে। ছবিটি আগামি ঈদুল ফিতরের (রোজার ঈদ) মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ছবিতে বিজ্ঞাপন ও টিভি অভিনেতা সজলের সাথে জুটি বেঁধেছেন এ সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পূজা চেরি।ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন  নায়ক রোশান, মুন, সুজাতা প্রমুখ। 

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত, অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী পরিচালিত এ ছবিতে  বড় পর্দার দর্শকরা দেখতে পাবেন সজল-পূজার নয়া কেমিস্ট্রি।

জাজের কর্ণধার আব্দুল আজিজ  বলেন, সজল একজন খুব ভাল অভিনেতা । আর 'জ্বীন' সিনেমায় সে দুর্দান্ত অভিনয় করেছে । 

তিনি বলেন, জ্বীন সিনেমার মাধ্যমে সজল তার দ্বিতীয় ইনিংস শুরু করছে । আর আমাদের বিশ্বাস দ্বিতীয় ইনিংসের মাধ্যমেই জ্বীন সিনেমা দিয়ে সে ছক্কা মারবে। ঈদুল ফিতর, ২০২৩ এর সিনেমা জ্বীন।

এদিকে, সজল বলেন, ‘জ্বীন’-এর গল্প আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে।ঈদে দর্শকরা দেখতে পারবেন। জ্বীনের গল্প নির্মাণ দুটোই ভালো। এখানে হাসি আনন্দ কান্না ভয় রোমান্স সবকিছু আছে।  আমার বিশ্বাস  জ্বীন সিনেমা দর্শকদের ভালো লাগবে।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়