শিমুল চৌধুরী ধ্রুব: ২৬ মার্চ (রোববার) ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথের কাছে একটি হোটেল খেকে উদ্ধার করা হয় ভোজপুরী অভিনেত্রী আকাক্সক্ষা দুবের ঝুলন্ত মরদেহ। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড তা তদন্ত করছে পুলিশ। হিন্দুস্থান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া
এই অভিনেত্রী ১৯৯৭ সালের ২১ অক্টোবর মির্জাপুরে জন্ম গ্রহণ করেন। মাত্র ১মাস আগে, গত ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। আকাক্সক্ষা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, কো-স্টার সমর সিংয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছিলেন হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
মৃত্যুর আগের দিন রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ২৬ বছর বয়সী আকাঙ্খা দুবে। জানিয়েছিলেন ‘ইয়ে আরা কভি হারা নেহি’ গানটি মুক্তি পাবে ২৬ মার্চ অর্থাৎ আজ, রোববার সকাল ৭-৪৫ মিনিটে। এদিকে এই দিনই কেন এমন পদক্ষেপ নিলেন আকাঙ্খা! তা জানা যায়নি।
‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই অভিনেত্রীর। তার পর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন আকাঙ্খা।
এসসিডি/একে