মনিরুল ইসলাম: অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বিভিন্ন পেশা ও কাজের সাথে জড়িত সংগ্রামী নারীদের নিয়ে অপরাজিতা সম্মেলন ২০২৩।
রাজধানীতে মডেল, অভিনেত্রী, অনলাইন ব্যবসায়ী, বিউটি এক্সপার্ট, রাজনীতিবিদ, লেখিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
'চলো নারী আত্মনির্ভরশীল হই' স্লোগানে উজ্জীবিত হয়ে দলবদ্ধভাবে অনুষ্ঠানটি উপভোগ করে নারীরা। সংগ্রামী নারী হিসেবে নির্বাচিত প্রায় একশ নারীকে অপরাজিতা খেতাবসহ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অপরাজিতা সম্মাননা পেয়েছেন, প্রযোজক বেগম মমতাজ চাকলাদার রিনা, মাকসুদা মনি, মহসিনা মায়া, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না, তানিন সুবাহ, সাদিয়া আফরিন, মডেল আইরিন, নাজসহ প্রায় একশ নারী।
প্রত্যেক নারী এবার নাইস কসমেটিকস এর পক্ষ থেকে কিছু কসমেটিক সামগ্রী গিফট দেওয়া হয়।
এছাড়াও লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান নারী পেয়েছে ফারসি বিউটি কনসেপ্ট এর পক্ষ থেকে আকর্ষণীয় কসমেটিকস বক্স পুরস্কার।
অনুষ্ঠানে নারীরা তাদের বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন।।অপরাজিতা বিসনেস সোসাইটি নামক একটি সংগঠন এই আয়োজক।সংগঠনের উদ্যোক্তা নাট্য পরিচালক ও ব্যবসায়ী শাহিন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম সাইফ আলী খান। তিনি তার বক্তব্যে নারীদের পাশে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যেকোনো সময় যেকোনো উদ্যোগে অপরাজিতার সাথে থাকবেন বলে ঘোষণা দেন।
এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের বিভাগীয় প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) শাহাবুদ্দিন চাকলাদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান সৃজন বাংলাদেশ। আরওন উপস্থিত ছিলেন, ফারসি বিউটি কনসেপ্টের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান এবং বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক মনজুরুল আলম টিপু, এবং এভারনাইস কোম্পানির কর্মকর্তারা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন উদ্যোক্তা শাহিন আহমেদ। এবং উপস্থাপনা করেছেন মাইনুদ্দিন আল আপন।
অনুষ্ঠানে অপরাজিতা সম্মাননা পেয়েছেন, প্রযোজক বেগম মমতাজ চাকলাদার রিনা, মাকসুদা মনি, মহসিনা মায়া, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না, তানিন সুবাহ, সাদিয়া আফরিন, মডেল আইরিন, নাজসহ প্রায় একশ নারী।