শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রের আইটেম সং গাইলেন রেশমি মির্জা

রেশমি মির্জা

মনিরুল ইসলাম: আলোচিত কণ্ঠশিল্পী রেশমি মির্জা। ফোক ও আধুনিক গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। এবার আইটেম সংয়ে কণ্ঠ দিলেন। ‘ফুলজান সিনেমার ‘হাবুডুবু’ শিরোনামে কণ্ঠ দিয়েছেন রেশমি। গানটির কথা ও সুর করেছেন সিনেমাটির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু। সঙ্গীতায়োজনে ছিলেন এস কে সমীর।

রেশমি মির্জা গান প্রসঙ্গে বলেন, চলচ্চিত্রের আইটেম গান গাইলাম এটাই প্রথম। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেজ শো করছি৷ এর পাশাপাশি আমার অনেকগুলো মৌলিক গানের মিউজিক ভিডিও  প্রকাশ হয়েছে। দেশের দর্শক- শ্রোতাদের প্রিয় হয়েছে। যা দেশের বিভিন্ন অডিও লেভেল থেকে প্রকাশিত হয়েছে। 

তিনি বলেন, সংগীতপরিচালক এস কে সমীর ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। যদিও আমরা একই এলাকার মানুষ। কখনো আমাদের একসাথে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। সমীর ভাইয়ের অত্যন্ত সুন্দর সংগীতায়োজনে আমি মনে করি চলচ্চিত্রের আইটেম সংটি শ্রোতাদের মন জয় করবে।

সিনেমার পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী আইটেম গানটির প্রয়োজন অনুভব করি। তাই নিজেই কথা ও সুরে এবং এস কে সমীর সঙ্গীতায়োজনে আইটেম সং করা হলো।

সংগীত পরিচালক এস কে সমীর বলেন, এই সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। ফিল্মের আইটেম সং এর কাজ এটা আমার প্রথম। আশা করছি সবার ভালো লাগবে।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়