শিরোনাম
◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে ◈ পাহাড়ে নতুন এক বাংলাদেশ! দুই-তিনদিনের পথ এখন পাড়ি দিচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

শিমুল চৌধুরী ধ্রুব: ছোট পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা নিয়ে নাটক থেকে বিদায় নিয়েছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়। এরপর তার আর কোনো কাজে যুক্ত হওয়ার খবর শোনা যায়নি। এতে অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো অভিনয়কে বিদায় জানিয়েছেন জ্যোতি! এ অভিনেত্রী এবার তাদের উদ্দেশ্যে জানালেন, তিনি এখনো আছেন, হারাননি!

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘শুধু সিনেমাই করব এই ভেবে টেলিভিশন নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েনশাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়েই দিয়েছি। যাহোক, আমি আছি, হারাইনি, অভিনয়ই আমার পেশা।’

বড় পর্দায় তেমন সুযোগ না পাওয়ায় দীর্ঘ ছয় বছর পর ফিরলেন টেলিভিশনে। পারভেজ আমিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘এপার ওপার’এ অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’

নাটকের পাশাপাশি জানিয়েছেন নতুন সিনেমার কথা। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ ও সাইফুল ইসলামের ‘অনাবৃত’ নামের দুটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই তাকে ওটিটিতে দেখা যাবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়