শিরোনাম
◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীর ছেলের জন্য সোনার বাটি-চামচ

সোনার বাটি-চামচ

বিনোদন ডেস্ক: সন্তানদের নিয়ে বাবা-মায়ের শখ আহ্লাদের শেষ নেই। পারেন তো সন্তানকে পুরো পৃথিবীটাই উপহার হিসেবে দিয়ে দেন বাবা-মা। এমনটাই দেখা গেলো আলোচিত চিত্রনায়িকা পরীমণি বেলায়।  

নতুন খবর হচ্ছে, রাজ-পরী এবার তার ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন । সোনার চামচে সন্তানের মুখে ভাত দেবেন তারা। পরীমণি নিজেই জানিয়েছেন এই তথ্য। 

আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যর। দিনটিতে রাজ্যের মুখে ভাত আয়োজনকে স্মরণীয় করে রাখতে বাবা রাজ কিনে আনেন সোনার বাটি-চামচ। যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন পরীমণি।

বৃহস্পতিবার পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?  এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সম্পাদনা: খালিদ আহমেদ

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়