শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামী আদিলের পরকীয়া ফাঁস করলো রাখি (ভিডিও)

রাখি সাওয়ান্ত

হ্যাপি আক্তার: কয়েক দিন আগেই মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মা জয়া সাওয়ান্তকে হারিয়েছে বলিইডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। মা হারানো শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি রাখি। রাখি এতো দিন জানতেন তার স্বামী আদিল দুরানি পাশে আছেন। কিন্তু এখন বুঝছেন, প্রতারিত হয়েছেন। স্বামী আদিলের পরকীয়ায় খবরের প্রশ্নের মুখোমুখি হতেই কেঁদেছেন রাখি। মা হারানোর যন্ত্রণার মধ্যে আবার মুষড়ে পড়তে দেখা যায় আদিলের জন্য। আনন্দবাজার

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্নে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় কেঁদে ফেলেন রাখি। তাকে বলতে শোনা যায়, যে মেয়েটির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে আদিল, সে এবার হুমকি দিচ্ছে। ঘাড়ে চেপে বসেছে। বলছে আমার থেকে মুক্তি পেলেই আদিল ওর কাছে চলে যাবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর আমি কী করছি! আমি এতটাই ভুল ছিলাম? আদিলের মতলব বুঝতে পারিনি!

আদিল তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরির লোভে ব্যবহার করেছেন বলে রাখির মনে হচ্ছে । এখন যখন সারাদেশের মানুষ তাকে চিনে পেরেছে তখন আর রাখিকে প্রয়োজন নেই।
 
প্রাক্তন ‘বিগ বস’ তারকার কথায়, “সলমন খান, শাহরুখ খান, রণবীর কপূরদের সঙ্গে কে আলাপ করাল আদিলের? আমি না থাকলে ওকে কে চিনত! আর আমি কী বোকা!”

এক বছর প্রেমের সম্পর্কে থাকার পর আদিলের সঙ্গে দাম্পত্যজীবন শুরু করেছিলেন রাখি। তাদের যে বিয়ে হয়ে গিয়েছে আগেই, তা আদিল প্রকাশ্যে আনতে দেননি বলে জানান রাখি। শেষে জোর করে নিজেই জানিছেন। তখনও আভাস দিয়েছিলেন, পরকীয়া প্রেমে জড়িয়েছেন তার সদ্যবিবাহিত স্বামী। রাখির আর্জি, মানুষ যদি তাকে আগে থেকে চেনেন এবং ভালবেসে থাকেন তা হলে তার প্রতি অন্যায়ের সময় আদিলের পক্ষ যেন না নেওয়া হয়।

এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। কিন্তু কোথাও স্তায়ী হতে পারেননি। এছাড়া নানা সময়ে নানা উদ্ভট মন্তব্য করে হয়েছেন সমালোচিত। হয়েছেন কটাক্ষের শিকা। কিন্তু কিছুই যেন দমাতে পারে না রাখি সাওয়ান্তকে। নানা ইস্যু দিয়ে তিনি সারা বছরই থাকেন আলোচনার কেন্দ্রে।

এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়