এ্যানি আক্তার: কলকাতার জনপ্রিয় অভিনেত্রেী কনীনিকা বন্দোপাধ্যায় মন্তব্য করেছেন কেবল প্রযোজক ধরে আনলেই নায়িকাদের অভিনয়ের বিশাল সুযোগ মিলে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
চলচ্চিত্রের লিড কোনো চরিত্রে তাকে দেখা যায়নি খুব একটা। কেনো যায়নি? এ প্রসঙ্গে গণমাধ্যমে কনীনিকা বলেন, যে মেয়েরা বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারেন, তারাই লিড অভিনেত্রী হিসেবে কাজ পায়। যারা পারেন না, তারা ভাল অভিনেত্রী হলেও পার্শ্বচরিত্রে অভিনয় করে যান। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, আমি জানতাম কাউকে ধরে আনতে পারব না।'
অসুস্থতার জন্য দীর্ঘ একটা সময় অভিনয় করতে পারেননি কনিনিকো। তবে সুস্থ হয়ে দেবের প্রজাপতি ছবির মধ্যে দিয়েই আবারও পর্দায় ফিরেছেন তিনি। এখন অপেক্ষা করছেন ওটিটির কাজের জন্য।
অভিনেত্রী বললেন, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যেভাবে নায়িকারা কাজ করছেন, এখন আর বয়সটা ম্যাটার করে না। একজন মেয়ের বিয়ে হয়ে গেলেই, সন্তান হয়ে গেলেই কেন সে অভিনেত্রী হওয়ার যোগ্য নয়? এটা অবশ্যই বদলানোর দরকার।
এএ/এসবি২