শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৯:১১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেহব্যবসার অভিযোগে মুম্বাই ফিল্মের গল্প লেখক গ্রেপ্তার

দেহব্যবসার

এ্যানি আক্তার: হায়দ্রাবাদের সাইবারাবাদে দেহব্যবসা চালানোর অপরাধে গ্রেপ্তার হয় ৮ জন। তাদের মধ্যে একজন রয়েছেন বলিউড ফিল্মের গল্প লেখক। অভিযুক্তের নামে ৪টি মামলা নথিভুক্ত হয়েছে। ইম্মরাল ট্র্যাফিক প্রিভেনশন অ্যাক্টের অধীনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রায় সপ্তাহ খানেক অনুসন্ধান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। তাদের মধ্যে রয়েছেন এক জন বাংলাদেশি মহিলাও। আনন্দবাজার

মুম্বাই বসবাসরত বছর ২৮ এর মোহিত সৎপল গর্গকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদের পুলিশ। ২০২০ সাল থেকে মানব পাচারের সঙ্গে মোহিতও যুক্ত ছিলেন তা অনুমান পুলিশের। মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছেন ফিল্মের এই গল্প লেখক ।

গ্রেপ্তার ৮ অভিযুক্তের মধ্যে রয়েছেন জানওয়ার বিশাল, মোহাম্মদ সোহেল আহমেদ, মোহাম্মদ খালিল, মেহেদি দাস, মুন্থা শ্রীকান্ত আরও কয়েকজন। গ্রেপ্তারকৃতদের ২৬ বছর বয়সী বাংলাদেশি মহিলার পরিচয়ও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই মহিলার নাম মুল্লা নাসরিন।

পুলিশ এই ৮ অভিযুক্তদের কাছে থেকে ৫টি ল্যাপটপ, একটি সোয়াইপিং মেশিন, দুটো স্ক্যানার, ৩টি বাইক, একটি গাড়ি ও পঁচিশটি প্যান কার্ড বাজেয়াপ্ত করেছে।

অ্যান্টি হিউম্যান ট্র্যাফিক ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদেরকে এই ব্যবসায় নিযুক্ত করা হত। মাধবপুর গাচিবৌলি এলাকায় এঁদের নামে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই তদন্ত চালায় পুলিশ।
 
এএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়