রাশিদুল ইসলাম: চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর সারাবিশ্বে বক্স অফিস হিট করেছে। চলচ্চিত্রকার জেমস ক্যামেরন ইতিহাস তৈরি করেছেন। বক্স অফিস মোজো বলেছে, গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার পর ১৬ সপ্তাহে দর্শক নন্দিত হওয়া ছাড়াও সর্বকালের বিক্রির তালিকায় শীর্ষ স্থান অধিকার করে রেখেছে স্টুডিও ডিজনির এ চলচ্চিত্রটি। সিএনএন
এর আগে জেমস ক্যামেরনের বিখ্যাত সেই ‘টাইটানিক’ চলচ্চিত্রটি ২বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল ১৯৯৭ সালে। এছাড়া ২০১৩ সালে ‘স্টার ওয়ারস: এপিসোড সেভেন- দি ফোর্স এ্যাওয়াকেন্স’, ২০১৮ সালে ‘এ্যাভেঞ্জার্সÑইনফিনিটি ওয়ার’ ও এক বছর পর ‘এ্যাভেঞ্জারস: ইন্ডগেম’ ২ বিলিয়ন ক্লাবে পৌঁছাতে পারে। এর মানে বিশে^ যে ৬টি চলচ্চিত্র এপর্যন্ত ২ বিলিয়ন ক্লাবে যেতে পেরেছে তার মধ্যে তিনটির চলচ্চিত্র পরিচালক হচ্ছেন জেমস ক্যামেরন।
ক্যামেরন ফের এ্যাভেটার পর্বের আরো তিনটি ধারাবাহিক নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছেন।
আপনার মতামত লিখুন :