শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলীকে কতোটা পরিচ্ছন্ন করলো ভিডিও বিবৃতিটি

ইমরুল শাহেদ : বুবলী শাকিব খানকে ৪১ মিনিট ২৪ সেকেন্ডের দীর্ঘ এক ভিডিও বিবৃতিতে স্বামী দাবি করলেও শাকিব খান বিয়ের কথা স্বীকার করে বলেছেন, বুবলীর সঙ্গে তার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। কিন্তু স্বামী হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি ভিডিওটিতে উল্লেখ করেছেন, শেহজাদ খান বীরের জন্মের সময় বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন প্রায় এক বছর।

সে সময় তার বেশ অংকের অর্থ ব্যয় হয়েছে এবং শাকিব খান তাকে দিয়েছেন কেবল ১৫ হাজার ডলার। অবশিষ্ট ৩০ হাজার ডলার বুবলী নিজেই খরচ করেছেন। এছাড়া ভরণপোষণ বাবদ তিনি শাকিব খানের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেন না।

ভিডিও বিবৃতিটিতে তিনি উল্লেখ করেছেন, বিয়ের আগে শাকিব খান তার কাছে নিজেকে ব্যাচেলর হিসেবে উপস্থাপন করেছেন। শাকিব খান সেটেল করতে চান।

সেই সুবাদে তাদের মধ্যে ক্রমশ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু যে বিষয়টি তিনি উল্লেখ করেননি সেটা হলো, ফেসবুকে তিনি ‘ফ্যামিলি টাইম’ শিরোনামে শাকিব খান সহ পরিবারের একটি ছবি প্রকাশ করেন।

তখন থেকেই শুরু হয়ে যায় আগের থেকে অনুমাননির্ভর কানাঘুষার চূড়ান্ত পরিণতি। এই সময়েই তিনি অপু বিশ্বাসেরও রোষানলে পড়েন, যা তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন। সকলের মধ্যেই বিশ্বাস জন্মে যায় যে, বুবলীকে বিয়ে করেছেন শাকিব খান এবং তা ক্যারিয়ারের স্বার্থে গোপন রাখছেন।

গণমাধ্যমকর্মীরা আকারে-ইঙ্গিতে বিষয়টাকে সামনেও এনেছেন। বুবলী দীর্ঘ বিবৃতিতে পরোক্ষে গণমাধ্যমেরও সমালোচনা করেছেন। ভিডিও বিবৃতিটিতে তিনি বলেছেন, তিনি যা বলছেন তার পুরোটাই রেফারেন্স থেকে বলেছেন।

তিনি নিজে থেকে কিছু বলছেন না। বিবৃতিটিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিবৃতিটির এটাই ছিল সুবিধা যে, ফেসবুকে লাইভ করলে তাকে কারো প্রশ্নের মুখে পড়তে হবে না।

বিষয়টা এক তরফাই থেকে গেল। গণমাধ্যমকর্মী তথা দর্শকের মনে তাকে নিয়ে যেসব প্রশ্ন ছিল তা অক্ষুণ্নই থাকলো।

সুতরাং এই ভিডিও বিবৃতিতে তিনি কারো কাছেই পরিস্কার হতে পারলেন না, শুধু নিজের অবদমিত আবেগ প্রকাশ করে শান্তনা পেলেন।      

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়