শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের ১০০ জার্সি বিতরণ করলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

মারজান জেনিফা

মনিরুল ইসলাম: মারজান জেনিফা। ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ। ২০১৬ সালে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। আশিকুর রহমানের পরিচালনায় ‘মুসাফির’ সিনেমায় নায়ক আরেফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছিলেন মারজান জেনিফা।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবে তিনি ২০১৮ সালে আত্মপ্রকাশ করেছেন। চালু করেছেন ‘মারজান জেনিফা ফ্যাশন’ এবং ‘মারজান জেনিফা মেকওভার স্টুডিও’। 

বুধবার রাতে ২৩ নভেম্বর ‘এমজে ফ্যাশন’ হাউজ ৪র্থ বছর শেষ করে ৫ম বছরে পা রাখলো। এ উপলক্ষে ‘এমজে ফ্যাশন’র পুলিশ প্লাজা শাঁখায় আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠান।

এই মুহূর্তে চলছে কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল ম্যাচ। আর মারজানের পছন্দের দল ব্রাজিল, এ কারনে ৪র্থ বছর পূর্তি অনুষ্ঠানে ১০০ জন ব্রাজিল দলের ভক্তদের মাঝে বিতরন করা হয় জার্সি। এছাড়াও তার শো-রুম থেকে একটা জার্সি কিনলে আরেকটা জার্সি ফ্রি এর অফার রয়েছে। এ সময় ব্রাজিলের পতাকা, ফুটবলের মাঠ ও নেইমারের ছবি দিয়ে বানানো কেক কাটেন তিনি, সঙ্গে ছিলেন তার স্বামী জুবায়ের।

মারজান জেনিফা বলেন, আজকে আমার প্রতিষ্ঠানের ৪ বছর পূর্তি উপলক্ষে আমার এই আয়োজন। আমি একজন বাংলাদেশী, আমি আমার দেশকে সবার প্রথম অনেক ভালোবাসি। যেহেতু এখন ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, আর ছোটবেলা থেকেই আমি একজন ব্রাজিলের ফুটবল দলের অনেক বড় ভক্ত, আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি, আজকে আমার সব আয়োজন ব্রাজিল দলকে ঘিরেই। এ কারনে ১০০ জন ব্রাজিল সমর্থকদের আমি ফ্রিতে জার্সি দিয়েছি। 

অনেকেই এসেছে আমার শো-রুমে, আমার ভক্তরা, ব্রাজিল দলের সমর্থকরা তাদের মধ্যেও আরও ২০০ থেকে ২৫০ জার্সি বিতরণ করবো। 

তিনি জানান, এছাড়াও বিশ্বকাপ উপলক্ষে আমার শো-রুম থেকে একটা জার্সি কিনলে অফার চলছে একটা কিনলে আরেকটা ফ্রি এই ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’র অফার চলবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়