এ্যানি আক্তার: বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রকাশ পেয়েছেন ‘বিজয়রথ’। এটি প্রযোজনা করেছেন দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।‘টি-২০ বিশ্বকাপ’কে উৎসর্গ করে প্রকাশ্যে আনছে ভিন্ন ধাঁচের এই গানটি। গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে। এসএ টিভি, ইনকিলাব
গানের প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। সে ক্ষেত্রে মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম না। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সকল বাধা বেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে ওঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করছি, সবাই পছন্দ করবে। চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি গানে এনেছে ভিন্নতা।
গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস গিটারিস্ট)ও গীতিকার সাকী আহমেদের কথা। এ গানের ভিডিওতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এএ/এসবি২