শিরোনাম
◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১২:১৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর খারাপ মানুষের সঙ্গে চলতে চান না শাকিব খান

শাকিব খান

ইমরুল শাহেদ: অভিনেতা শাকিব খানকে নিয়ে চিত্রপাড়ায় আলোচনা এখন তুঙ্গে। তার ব্যক্তি জীবনের দিকটিই এই আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি সমালোচনার মুখে স্বীকার করে নিয়েছেন যে তিনি দুটি বিয়ে করেছেন। অপু বিশ্বাস তার প্রথম পক্ষের স্ত্রী এবং বুবলী দ্বিতীয় পক্ষের। কিন্তু বুবলীর ঘটনা ফাঁস হওয়ার পর পারিবারিক পর্যায়ে শাকিব খানের ভক্ত-দর্শকের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রতিফলন হয়তো তার আগামীতে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হবে। তবুও ‘শাক দিয়ে মাছ ঢাকার মতো’ শাকিব খান আত্মপক্ষ সমর্থনে নানা কথা বলছেন। কিন্তু কোনোটাই আস্থা স্থাপন করতে পারছে না ভক্ত-অনুরক্ত তথা সামাজিক স্তরে। 

পূজা চেরির সঙ্গে শাকিব খানের সম্পর্ক কতদূর গড়িয়েছে তা অনেকেরই জানা আছে। শাকিব খান একটি ইউনিটে একা কাজ করেন না। অতিরিক্ত কৌতুহলের কারণেও অনেকে চোখ রাখেন শাকিব খানের দিকে। তিনি এক সময় নিয়মিত ব্যাংককে শুটিং করতেন। গান হলেই নির্মাতাদের ব্যাংককে শুটিং করতে বাধ্য করতেন। 

কেন - সেটাও কারো অজানা নয়। আলোচনা শুরু হলে এভাবে আরো অনেক উদাহরণই চলে আসবে সামনে। তবে তিনি বলেছেন, ‘আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’ এর মানে পরোক্ষে তিনি মন্দ মানুষদের সঙ্গে চলাফেরার কথা স্বীকার করে নিলেন। কথায় আছে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। শাকিব খানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তিনি বলেছেন, এলন মাস্ক এবং প্রসেনজিৎ চারটি করে বিয়ে করেছেন। তিনি বিয়ে করেছেন মাত্র দুটি। প্রশ্ন হচ্ছে, শাকিব খানের দেওয়া তথ্য সঠিক। তবে তিনি নিজের স্বার্থেই কিঞ্চিৎ এড়িয়ে গেছেন। তারা কেউ শাকিব খানের মতো গোপনে বিয়ে করেননি। তারা বিয়ে করার আগে থেকেই সকলকে জানান দিয়েছেন, তারা বিয়ে করছেন। এজন্য বিতর্ক তাদের পিছু ধাওয়া করেনি। দ্বিতীয়ত প্রসেনজিৎ ইন্ডাষ্ট্রির উঠতি কোনো নায়িকাকে বিয়ে করে ইন্ডাষ্ট্রিকে পঙ্গু করে দেননি। অপু এবং বুবলীর পর চলচ্চিত্রশিল্প যখন পূজা চেরির উপর নির্ভর করতে শুরু করেছে, তখনই পূজাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এটাও যদি বাস্তবতা পায় তাহলে কি ঘটবে সেটা সহজেই অনুমেয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়