শিরোনাম
◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৭:২০ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন রুপে জয়া আহসান

জয়া আহসান

এ্যানি আক্তার : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বেশ কয়েকদিন আগেই নুরুল আলম আতিক-এর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছে। সিনেমাটির নাম পেয়ারার সুবাস। আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল এই খবরটি নিশ্চিত করেছেন, ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। এই খবর জানার পর জয়া আহসানসহ সিনেমার সব কলাকুশলী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার ৪ অক্টোবর শাহরিয়ার শাকিল বলেন, আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি পেয়ারার সুবাস মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরো একবার বাজিমাত করবেন।

নুরুল আলম আতিকও সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দর্শকের কাছে পেয়ারার সুবাস পৌঁছে দিতে প্রস্তুত। সিনেমাটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে। 

জয়া আহসান বলেন, পেয়ারার সুবাস নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ সিনেমা। আতিক যে বিষয়টি নিয়ে এটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না।

কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। সিনেমাটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন। 

পেয়ারার সুবাস’র শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। এতে জয়া ছাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়