শিরোনাম

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীরের নামে ফেসবুক পেজ খুললেন বুবলী

শেহজাদ খান বীর এর নামে ফেসবুক পেজ

এ্যানি আক্তার: বুবলী তার ছেলের ছবি প্রকাশ করার পরপরই ছেলের নামে একটি পেজ খোলেন। পেজটি যে তার মা বুবলীরই খোলা তা নিশ্চিত হওয়া যায় অভিনেত্রীর ভেরিফায়েড পেজে প্রথমে আসে। ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার থাকা বুবলীর পেজ থেকে একমাত্র ফলো করা পেজের নাম শেহজাদ খান বীর। শনিবার বিকাল ৪:৩০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পেজটিতে ২৬টি লাইক এবং ৩০ জন ফলোয়ার যুক্ত রয়েছেন। নিউজবাংলা২৪

পেজে এ পর্যন্ত তিনটি ছবি পোস্ট করা হয়েছে শেহজাদের। ছবিগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক-কমেন্ট করেছেন নেটিজেনরা। দু-একজন নেতিবাচক মন্তব্য করলেও ছোট্ট বীরকে ঘিরে ইতিবাচক মন্তব্যই করেছেন বেশির ভাগ। 

লিখেছেন, শুভ ও সুন্দর হোক তোমার জীবন বীর। আরও লিখেছেন, মাশাআল্লাহ অনেক কিউট। অনেক দোয়া ও শুভকামনা রইল। বীরের ছবি শেয়ারও করেছেন অনেকে। সেই পেজটি ফলো করা হচ্ছে ৬ হাজার আইডি থেকে। 

২৯ সেপ্টেম্বর রাতে শাকিব-বুবলীর ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর থেকেই মিডিয়া ও সংবাদমাধ্যমে তা নিয়ে তোলপাড়। ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় বুবলী তার ভেরিফায়েড ফেসবুকে তার ছেলের ছবি দিয়ে সবার কাছ থেকে দোয়া চাইলেন। এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়