শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৩ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কত নষ্ট করবেন, ইচ্ছা করে মামলা করি

নেহা কাক্কার

জি নিউজ: নেহা কাক্কার বলিউডের একজন অন্যতম জনপ্রিয় গায়িকা। খুব অল্প সময়তেই বিটাউনে নিজের জায়গা দখল করে নিয়েছেন তিনি। সম্প্রতি ফাল্গুনীর 'ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই' গানটিই নতুনভাবে তৈরি করা হয়েছে। সেটাই আবার গেয়েছেন নেহা কাক্কার। নতুন নাম দেওয়া হয়েছে 'ও সজনা'। সম্প্রতিক নেহার গাওয়া এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেহাকে ধুয়ে দিয়েছেন ফাল্গুনী পাঠকও।

'ও সজনা' গানটি মুক্তি পাওয়ার পরপরই তীব্র সমালোচনার মুখে পড়েছে নেহা। সোশ্যাল মিডিয়ার থেকে সংগ্রহী বেশকিছু মন্তব্য শেয়ার করেছেন ফাল্গুনী পাঠক। 

সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহী একজন লিখেছেন, আমি অবাক হলাম, হঠাৎ নেহার কেন মনে হলো এই গানটি রিমেক করে, ক্লাসিক বিষয়টি নষ্ট করার। অন্য আরেকজন কেউ লিখেছেন, নেহার এই গানটি গাওয়ার সাহস কী করে হলো! আর কত নষ্ট করবেন! কেউ লিখেছেন, আমার ফাল্গুনী পাঠকের গানটিই পছন্দ। ওই গানটার সঙ্গে নাচ করতে করতেই বেড়ে উঠেছি। নেহা কাক্কারের ও সজনা দেখে কেঁপে উঠলাম। 

এদিকে, নেহা গাওয়া গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাল্গুনী বলেন, আমার ইচ্ছা করছে নেহার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। ইচ্ছে করে মামলা করি। মামলাটা করতে পারলেই খুশি হতাম। তবে এই গানের সত্ত্ব আমার নয়, তাই এটা করতে পারছি না।

ফাল্গুনী আরও বলেন, এই গানটি নতুন করে তৈরি করার আগে নির্মাতারা তাদের সাথে যোগাযোগ করেননি। তার কথায়, 'নাহ, এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। রিপোর্ট: আলামিন শিবলী, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়