শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৩ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কত নষ্ট করবেন, ইচ্ছা করে মামলা করি

নেহা কাক্কার

জি নিউজ: নেহা কাক্কার বলিউডের একজন অন্যতম জনপ্রিয় গায়িকা। খুব অল্প সময়তেই বিটাউনে নিজের জায়গা দখল করে নিয়েছেন তিনি। সম্প্রতি ফাল্গুনীর 'ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই' গানটিই নতুনভাবে তৈরি করা হয়েছে। সেটাই আবার গেয়েছেন নেহা কাক্কার। নতুন নাম দেওয়া হয়েছে 'ও সজনা'। সম্প্রতিক নেহার গাওয়া এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেহাকে ধুয়ে দিয়েছেন ফাল্গুনী পাঠকও।

'ও সজনা' গানটি মুক্তি পাওয়ার পরপরই তীব্র সমালোচনার মুখে পড়েছে নেহা। সোশ্যাল মিডিয়ার থেকে সংগ্রহী বেশকিছু মন্তব্য শেয়ার করেছেন ফাল্গুনী পাঠক। 

সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহী একজন লিখেছেন, আমি অবাক হলাম, হঠাৎ নেহার কেন মনে হলো এই গানটি রিমেক করে, ক্লাসিক বিষয়টি নষ্ট করার। অন্য আরেকজন কেউ লিখেছেন, নেহার এই গানটি গাওয়ার সাহস কী করে হলো! আর কত নষ্ট করবেন! কেউ লিখেছেন, আমার ফাল্গুনী পাঠকের গানটিই পছন্দ। ওই গানটার সঙ্গে নাচ করতে করতেই বেড়ে উঠেছি। নেহা কাক্কারের ও সজনা দেখে কেঁপে উঠলাম। 

এদিকে, নেহা গাওয়া গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাল্গুনী বলেন, আমার ইচ্ছা করছে নেহার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। ইচ্ছে করে মামলা করি। মামলাটা করতে পারলেই খুশি হতাম। তবে এই গানের সত্ত্ব আমার নয়, তাই এটা করতে পারছি না।

ফাল্গুনী আরও বলেন, এই গানটি নতুন করে তৈরি করার আগে নির্মাতারা তাদের সাথে যোগাযোগ করেননি। তার কথায়, 'নাহ, এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। রিপোর্ট: আলামিন শিবলী, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়