শিরোনাম
◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে আবারও একফ্রেমে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সর্বদাই তোলপাড় নেটদুনিয়ায়৷ তবে এ তারকা দম্পতি বিচ্ছেদ নিয়ে কোনোদিনই কোনো প্রতিক্রিয়া দেননি৷ কিন্তু বিচ্ছেদের খবর যে ভিত্তিহীন তা বারবার বুঝিয়ে দিয়েছেন তারা ৷

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠানে আবারও অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন একসঙ্গে উপস্থিত হন। এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।

প্রকাশিত সেই ভিডিওতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে ভেন্যুতে প্রবেশ করতে দেখা গেছে। ঐশ্বরিয়া কালো স্যুট পরে এসেছিলেন। অন্যদিকে অভিষেক বেছে নিয়েছিলেন নৈমিত্তিক পোশাক। সাবেক বিশ্বসুন্দরী যখন অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই অভিষেককে দেখা গেছে। তাদের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইও।

এ তারকা দম্পতির উপস্থিতি এমন এক ঘটনার কয়েকদিন পরই এলো যখন অভিষেক সরাসরি বিবাহবিচ্ছেদের জল্পনাকে 'দূষিত ও সম্পূর্ণ মিথ্যা' বলে অভিহিত করেছিলেন। সেই সময় অভিষেক বলেন, আপনি যদি একজন জনসাধারণের ব্যক্তিত্ব হন, তাহলে মানুষ প্রতিটি ছোটখাটো বিষয় নিয়েই অনুমান করবে, যা কিছু আবর্জনা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনোটিই সত্যের ওপর ভিত্তি করে নয়। এটি কেবল ভুল ও ইচ্ছাকৃতভাবে আঘাতমূলক বলে জানান তিনি।

এ গুজব তাদের বিয়ের পরে শুরু হয়নি, এসব অনেক আগে থেকেই ছিল বলে জানান অভিষেক। তিনি বলেন, আমরা বিয়ের আগে, তারা আমাদের বিয়ের তারিখ অনুমান করছিল। আমরা বিয়ের পরে, কখন আলাদা হব তা সিদ্ধান্ত নিতে শুরু করে— এটা সবই বাজে কথা। 

অভিনেতা বলেন, সে আমার সত্য জানে, আমি তার সত্য জানি। আমরা একটি প্রেমময়, ভিত্তিগত পরিবারে ফিরে আসি এবং এটাই আসলে গুরুত্বপূর্ণ।

এসব গুজব কি তাকে কখনো বিরক্ত করে?—এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট করে অভিষেক বলেন, না। যদি সামান্যতম সত্যতাও থাকত, তাহলে হয়ত তা করত। কিন্তু এমনটা নয়।

উল্লেখ্য, অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের এক মেয়ে রয়েছে, যার নাম আরাধ্য বচ্চন। তবে গত বছর তাদের দাম্পত্য জীবনে ঝামেলার গুঞ্জন সবাইকে অবাক করে দিয়েছিল। সেই সময় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এ তারকা দম্পতি আলাদাভাবে মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার পর থেকেই এ ঘটনার সূত্রপাত। 

শুধু এখানে শেষ নয়, ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার জন্মদিনের পার্টির ছবিও শেয়ার করেন, যেখানে অভিষেকসহ বচ্চন পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। আবার কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার উপস্থিতিতে অভিষেককেও উল্লাস করতে দেখা যায়নি। এতকিছুর পরও এবার নিন্দুকদের মুখে ছাই দিয়ে একফ্রেমে ধরা দিলেন বলিউডের এ তারকা দম্পতি৷

সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়