শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই প্রশ্নে উত্তরেই বাজিমাত: এভাবেই মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা

৭৪তম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। ১৯ নভেম্বর ভোরে প্রথমে ১২০ প্রতিযোগী থেকে সেরা ৩০ বেছে নেওয়া হয়। যেখানে নির্বাচিত হন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা।

ফাইনাল রাউন্ডে মাত্র দুইটি প্রশ্ন—আর সেখানেই অসাধারণ আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের ঝলক দেখিয়ে সবার মন জয় করেন মেক্সিকোর ফাতিমা বশ। বিচারকদের মুগ্ধ করা সেই উত্তরদ্বয়ই তাকে এনে দেয় মিস ইউনিভার্সের মুকুট। বিশ্বমঞ্চে নিজের দেশকে গৌরবের শিখরে পৌঁছে দিয়ে নতুন ইতিহাস গড়লেন এই মেক্সিকান সুন্দরী।

এরপর সুইমিং কস্টিউম রাউন্ড শেষে বাছাই করা হয় সেরা ১২। এই প্রতিযোগীরা অংশ নেন একটি ‘গাউন ওয়াক’ সেশনে, যেখান থেকে বাছাই করা হয় সেরা পাঁচ সুন্দরীকে। এই পাঁচজনের মধ্যে ছিলেন মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরিকোস্টের প্রতিযোগীরা।

যাদের সবাইকে দুটি করে প্রশ্ন করা হয়। একটি প্রশ্ন স্বতন্ত্র, অর্থাৎ পাঁচজনকে পাঁচটি আলাদা প্রশ্ন করা হয়। আরেকটি প্রশ্ন ছিল কমন, অর্থাৎ সবার জন্য ছিল একই প্রশ্ন। কমন প্রশ্নটি করার সময় চারজনের কানে ছিল হেডফোন, যাতে তাঁরা কিছু শুনতে না পান। দেখে নিন মিস মেক্সিকো যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে সেরা হয়েছেন।

প্রথম প্রশ্ন: ২০২৫ সালে আপনার দৃষ্টিতে নারীর চ্যালেঞ্জগুলো কী এবং কীভাবে আপনি মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে বিশ্বের নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করবেন?

ফাতিমার উত্তর: নারীদের জন্য পৃথিবীটা এখন চ্যালেঞ্জের। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যের কল্যাণে আমার বক্তব্য এবং শক্তি কাজে লাগাব; কেননা এখন আমরা এখানে এসেছি কথা বলার জন্য, পরিবর্তনের জন্য এবং আমাদের সবই আছে। আমরা নারী, আমরা সাহসী—আমরা সবার সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে জানি।

দ্বিতীয় প্রশ্ন (কমন): আজ আপনি মিস ইউনিভার্স ২০২৫ নির্বাচিত হলে এই প্ল্যাটফর্মকে কীভাবে তরুণীদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করবেন?

এই প্রশ্নের জবাবে সবচেয়ে শক্তিশালী উত্তর দিয়েছেন ফাতিমা বশ। এই উত্তরই ফাইনালে ফাতিমার সেরার মুকুট নিশ্চিত করে। সংক্ষিপ্ত তবে শক্তিশালী সেই উত্তরেই তিনি বাকিদের মনে করিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস ও আত্মসম্মান আদতে মুকুটের মতোই শক্তিশালী।

ফাতিমার উত্তর: মিস ইউনিভার্স হিসেবে বলব, নিজের স্বকীয়তার শক্তিতে আস্থা রাখো। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের মূল্য আছে। তোমার হৃদয় অমূল্য। তোমার মূল্য সম্পর্কে অন্য কেউ যেন সন্দিহান না হয়; কারণ, তুমি মূল্যবান। আর বলব, তুমি শক্তিশালী আর তোমার কণ্ঠস্বর সবার কানে পৌঁছে যাক।

প্রশ্নোত্তর শেষে মিস ইউনিভার্স ২০২৫-এর চূড়ান্ত ফলাফলে জানা যায়, সেরা হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। বাকিদের মধ্যে থাইল্যান্ডের প্রভিনার সিং প্রথম রানারআপ আর ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি হন দ্বিতীয় রানারআপ। চতুর্থ অবস্থানে ছিলেন ফিলিপাইনের আহতিসা মানালো ও পঞ্চম আইভরিকোস্টের অলিভিয়া ইয়াসে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়