শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন ◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক — সবার আগে বাংলাদেশ”: হেলাল খান

মনিরুল ইসলাম : চিত্রনায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক হেলাল খান ছিলেন সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী। এলাকায় সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় তার নাম নেই। তবুও তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে হেলাল খান লেখেন— “সবার আগে বাংলাদেশ।”

তিনি বলেন, “দেশব্যাপী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমার প্রাণপ্রিয় জাসাস কর্মী, নেতৃবৃন্দ ও সিলেট-৬ আসনের প্রিয় জনগণ কিছুটা হতাশ হয়েছেন—তা স্বাভাবিক। তবে আমি বলব, ধৈর্য ধরুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। আমি অতীতেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেছি, আজও সেটি অটুট আছে।”

হেলাল খান আরও লিখেন, “ধানের শীষ যার হাতেই থাকুক, তার হয়েই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমার জন্য বিবেক ও বিচক্ষণতার সঙ্গে দল নিশ্চয়ই বিবেচনা করবে। নমিনেশন না পেলেও আমি দলের আদর্শে অবিচল থাকব।”
তার বার্তায় তিনি আহ্বান জানান, “আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠন। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই শেষ কথা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়