মনিরুল ইসলাম :চার দশকের পথচলা এবার শেষ। বন্ধ হচ্ছে এমটিভির একাধিক মিউজিক চ্যানেল।
প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে এমটিভি হিটস, এমটিভি লাইভ, এমটিভি মিউজিক-সহ একাধিক চ্যানেল বন্ধ করা হবে। এই খবরে হতাশ সঙ্গীতপ্রেমী দর্শক-শ্রোতা।
প্রসঙ্গত, ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি' দাবি নিয়ে শুরু হয়েছিল চ্যানেলগুলি। জানা যাচ্ছে, চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে পপ মিউজিক, বলিউডের পুরনো ও নতুন মুক্তিপ্রাপ্ত ছবির গান সম্প্রচারিত হত এই চ্যানেলগুলিতে। তবে এখন সমাজমাধ্যম, একাধিক নতুন অ্যাপ্লিকেশন ও ডিজিটাল মিউজিক চ্যানেল এসেছে, যার ফলে ক্রমশ চ্যানেলগুলিতে দর্শকসংখ্যা কমেছে।
তবে মিউজিক চ্যানেলগুলি বন্ধ হলেও এমটিভি এইচডি চ্যানেলটি চলবে। সেই চ্যানেলের রিয়্যালিটি শোগুলিও দেখা যাবে। আজ বুধবার আনন্দবাজার পত্রিকার আনন্দ প্লাসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।