শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনা, অবশেষে মুখ খুললেন রোবাইয়াত ফাতিমা তনির স্বামী 

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এর মাঝেই হুট করেই শোনা গেল ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার। 

স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। সমালোচনার মধ্যে তনিকে বিয়ে প্রসঙ্গে মুখে খুললেন তার তৃতীয় স্বামী।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক পোস্টে তনির স্বামী সিদ্দিক লিখেছেন, ‘গতকাল (সোমবার) আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী! তারপর থেকে দেখেছি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যিই সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু বিষয়ের ওপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করছেন যা তারা আসলে জানেন না।

কথার সূত্র ধরে সিদ্দিক আরও লেখেন, ‘কেউ কেউ আমার অতীত, আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সাল থেকে ৬ বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ 

এরপর তিনি যোগ করেন, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য। দয়া করে বুঝুন।

প্রাপ্তবয়স্ক হিসেবে তারা আইনসিদ্ধভাবেই ভালোবাসার নতুন অধ্যায় শুরু করেছেন উল্লেখ করে তনির স্বামী লিখেছেন, আমি এবং আমার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের একসাথে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে। তনি নিজে একজন বিধবা, এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি। এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে।

সবশেষে তিনি লিখেছেন, আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার ওপর মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তাদের সকলকে ধন্যবাদ।

সিদ্দিকের পোস্টটি শেয়ার করে তনি লিখেছেন, না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে জড়িত করেন এটা কিন্তু খুব খারাপ। আমাকে নিয়ে পোস্ট দেন নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়