মনিরুল ইসলাম: বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে কলকাতার বীরভূমের মোহনপুরে শুটিং করছেন। ছবির নাম ‘শেকড়’, যেখানে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন।
আনন্দবাজার পত্রিকার আনন্দ প্লাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং চলছে মোহনপুরের প্রত্যন্ত প্রান্তে। পরিচালক ব্রাত্য বসু’র চিত্রনাট্য তৈরি করা হয়েছে বিভূতিভূষণের দুটি গল্প— ‘দ্রবময়ীর উপাখ্যান’ ও ‘দাদু’—এর আধারে। চঞ্চল চৌধুরীর সঙ্গে শুটিং করছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনুজয় চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী প্রমুখ।
প্রথম শটের জন্য চঞ্চল ধুলো মেখে দত্ত বাটীর উঠোনে প্রবেশ করেন। মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর কাজের মাধ্যমে চঞ্চলের চরিত্রে জীবন্ত রূপ দিয়েছেন। শুটিং শুরুতে চঞ্চল বলেন,
“রাজনৈতিক সমস্যা সব সময়ই থাকবে। দুটো আলাদা দেশ যখন। তবে এটা চিরস্থায়ী নয়। সব সমস্যারই সমাধান রয়েছে।”
শিমা বিশ্বাসও শুধুমাত্র বাংলা ছবির জন্য মুম্বই থেকে যোগ দিয়েছেন। তাঁর শেষ শুটিং দিনে তিনি অভিনয় করেন মিষ্টি জলের ছোট মাছের ঝোলের দৃশ্যে।
‘শেকড়’ শুটিং আর কয়েক দিনের মধ্যেই শেষ হবে। অভিনেতারা একে একে শুটিং শেষ করে ফেরার পথ ধরছেন। চিত্রনাট্য আধুনিক প্রেক্ষাপটে হলেও বিভূতিভূষণের গল্প চিরকালীন, যার আবেদন চিরকাল থাকবে।