শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া: নিজের নামে ভুয়া আইডি খুলে টাকা চাইছে চক্র!

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাধারণত কাজ নিয়েই আলোচনায় থাকেন। যদিও মাঝে আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। এবার প্রতারণার অভিযোগ তুললেন এই অভিনেত্রী। ফারিয়ার দাবি, তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে।

আজ বিকেলে একটি পোস্ট করেছেন ফারিয়া। তিনি লিখেছেন, ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

সবাইকে সতর্ক করে অভিনেত্রী লিখেছেন, ‘দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। নিরাপদ থাকুন।’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্য ভক্ত ও অনুসারী মন্তব্যে ফারিয়ার পাশে দাঁড়ান এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নুসরাত ফারিয়া তার পোস্টে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেন, যে কোনও অফিশিয়াল তথ্য বা যোগাযোগ শুধুমাত্র তার ভেরিফায়েড প্রোফাইল বা অফিসিয়াল জানা অন্য কোথাও থেকে নয়।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া একাধারে অভিনেত্রী, উপস্থাপক ও গায়িকা। ‘আশিকি’, ‘বাদশা’, ‘বিবাহ অভিযান’, ‘পাতালঘর’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি ছোটপর্দা ও সংগীতজগতেও নিয়মিত সক্রিয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়