শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী সোনি রাজদান আলিয়া ভাটের চেয়ে বড়মাপের অভিনেত্রী: মহেশ ভাট

বলিউড পরিচালক মহেশ ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার স্ত্রী সোনি রাজদান তার মেয়ে আলিয়া ভাটের চেয়েও অনেক বেশি প্রতিভাবান এবং বড় মাপের অভিনেত্রী। 'সড়ক' ও 'সারাংশ'-এর মতো ছবির স্রষ্টা মহেশ ভাট মনে করেন, সোনির অভিনয় দক্ষতা অনবদ্য হলেও তিনি নিজে পরিচালক হয়েও স্ত্রীকে তার যোগ্য চরিত্র দিতে পারেননি।

সাক্ষাৎকারে তার স্ত্রী সোনি রাজদানের প্রতিভাকে অকপটে স্বীকার করেছেন। যখন তাকে আলিয়া ভাটের মা হিসেবেই সোনি রাজদানকে পরিচিত করার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়, তখনই মহেশ তার মনের কথা তুলে ধরেন।

মহেশ ভাট বলেন, ‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ। কেন এমন বলছি? অভিনেত্রী হিসাবে সে এতটাই বিকশিত হয়েছে যে তার জীবনসঙ্গী হিসাবেও আমি তাকে পর্যাপ্ত চরিত্র দিতে পারিনি। কারণ তার অভিব্যক্তির স্টাইল এবং সূক্ষ্মতা এমন নয় যা আমরা মূলধারার ছবিতে সাধারণত দেখি।’

পরিচালক মহেশ ভাট এও মনে করেন, বিনোদন জগতে সোনি রাজদান একরকম 'আইডেন্টিটি ক্রাইসিসে'র শিকার। একদিকে যেমন তিনি মহেশ ভাটের স্ত্রী, অন্যদিকে তিনি আলিয়া ভাটের মা হিসেবেই বেশি পরিচিত।

অভিনয় জীবনের বর্তমান ব্যস্ততার হিসেবে আলিয়াকে সামনে ওয়াইআরএফের 'আলফা' ছবিতে দেখা যাবে। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, যা ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এছাড়াও রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতেও দেখা যাবে এই তারকা অভিনেত্রীকে। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়