রেনুকাস্বামী নামের এক ভক্তকে খুনের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। এই মামলায় তার স্ত্রী পবিত্রা গৌড়াসহ পাঁচজনকে কারাবন্দি রাখার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, কারাগারে যেন তাদের কোনো বিশেষ সুবিধা না দেওয়া হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিটি সিভিল ও সেশনস কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন দর্শন। সেখানেই বিচারকের কাছে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সূর্যের আলো দেখতে পান না, পোশাকে দুর্গন্ধ ছড়াচ্ছে, হাতেও ছত্রাক হয়েছে। শারীরিক ও মানসিক কষ্টে তিনি বিষ এনে দেওয়ার অনুরোধ জানান আদালতের কাছে।
আদালত আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মামলার অভিযোগ গঠনের শুনানি স্থগিত রেখেছেন।
প্রসঙ্গত, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন দর্শন। সেই সম্পর্কের কথা জেনে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রীকে অবমাননাকর বার্তা পাঠিয়েছিলেন রেনুকাস্বামী। ধারণা করা হচ্ছে, ওই বার্তার জেরেই তাকে হত্যা করা হয়।
২০০৩ সালে বিজয়লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয় দর্শনের। তাদের একমাত্র ছেলে রয়েছে। তবে পবিত্রার শেয়ার করা একটি ভিডিও থেকে তার সঙ্গে দর্শনের দশ বছরের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।