দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
এ ব্যাপারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, কিডনি বিকল রোগীদের যেকোনো সময় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফরিদা পারভীনের বেলায়ও তাই হয়েছে। তার শরীরে সোডিয়ামের লেভেল কমে গেছে, পাশাপাশি রক্তক্ষরণের বিষয়ও রয়েছে।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা।
ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগেও চলতি বছরের জুলাই মাসের শুরুতে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।