শিরোনাম
◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের ◈ ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই ◈ জনবল ও অর্থ সংকটে ধুঁকছে কুমিল্লার ময়নামতি রেশমকেন্দ্র ◈ নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব ◈ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কতদূর? নানা প্রশ্ন ◈ ২ নেতাকে বহিষ্কার করেছে যুবদল, পুলিশ বলছে ‘আসামিদের পরিচয় মেলেনি’: সোহাগ হত্যাকাণ্ড ◈ পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না: নাহিদ ইসলাম ◈ দোয়ারায় বিএসএফের গুলিতে ১জন নিহত ◈ সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান" ◈ কালীগঞ্জে বিদেশী পিস্তল সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আগেই ‘অন্তঃসত্ত্বা’ হওয়া নিয়ে যা বললেন অভিনেত্রী নেহা ধুপিয়া

অভিনেত্রী নেহা ধুপিয়া

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। তার সঙ্গে অভিনেতা অঙ্গদ বেদীর প্রেম, বিয়ে আর সন্তান নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।

২০১৮ সালের ১০ মে তারা যখন হঠাৎ করে বিয়ে করেন, তখন থেকেই শুরু হয় নানা গুঞ্জন।

সেই গুঞ্জন আরও তীব্র হয় যখন বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা? এই বিতর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।

তবে সম্প্রতি নেহা নিজেই ফাঁস করলেন সেই গোপন খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া জানিয়েছেন, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। আর এই খবরটি প্রথম জেনেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সোহা আলি খান।

নেহা বলেন, আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ওরাই (সোহা আলি খান ও কুণাল খেমু) প্রথম জানতে পারে। আমরা সবাই একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে অচৈতন্য হয়ে পড়ি। পরের দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই যে আমি অন্তঃসত্ত্বা।

নেহা-সোহার বন্ধুত্ব বহু বছরের। তাই এই সংবেদনশীল খবরটি তিনি সোহার সঙ্গেই ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলেন।

নেহা আরও জানান, সেই সময় তিনি সোহাকে বলেছিলেন, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কিছুদিন হলো সম্পর্কে আমরা।

যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।

তবে এত গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে আমন্ত্রণ জানাননি নেহা। এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল। আর আমি অন্তঃসত্ত্বা ছিলাম বলে এক ধরনের হইচই ছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে নেহা ও অঙ্গদের বিয়ে হয়। সেই বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। একই বছর তাদের প্রথম কন্যা মেহরের জন্ম হয় এবং ২০২১ সালে জন্ম নেয় তাদের পুত্র গুরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়