শিরোনাম
◈ সৌদি আরবকে হজের কোটা নিয়ে যে অনুরোধ করলেন ধর্ম উপদেষ্টার ◈ সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের রেকর্ড: কারা পাচার করল, কীভাবে করল? ◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি

প্রকাশিত : ০৬ জুন, ২০২৫, ১১:০৭ রাত
আপডেট : ২১ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কান থেকে ফিরেই ব্যস্ত জেবিন, পাঁচ দিন ঈদ সঞ্চালনায়

মনিরুল ইসলাম: কান চলচ্চিত্র উৎসবের ৭৮-তম আসর কভার করে দেশে ফিরেই শাহরিন জেবিন ব্যস্ত হয়ে পড়েছেন রুটিন কাজে। ঈদ উৎসবে বরাবরের মতো জেবিনের সঞ্চালনায় চ্যানেল টুয়েন্টি ফোরে থাকছে বেশ কয়েকটি অনুষ্ঠান।

জেবিন  ঈদের অনুষ্ঠান প্রসঙ্গে জানান, ২৮ মে দেশে ফিরেই ঈদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। প্রস্তুতির সুযোগও মিলেনি। ঈদের পাঁচ দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘ঈদ তারকা সন্ধ্যা’। অতিথি হিসেবে থাকছেন দোলা – লুইপা, কনা – সামিরা খান মাহি, নীরব – ইমন, আরিফিন রুমি – কর্ণিয়া, চাষী আলমা – নাবিলা ইসলাম। ঈদের পাঁচদিন রাত ৯টায় প্রচার হবে ‘যে কথা হয়নি বলা’। এতে অতিথি হয়ে এসেছেন আজিজুল হাকিম – জিনাত হাকিম, আরজে নিরব – লাবণ্য, বাপ্পা মজুমদার – তানিয়া হোসেন, সালহা খানম নাদিয়া – সালমান আরাফাত, জামিল হোসেন – মুনমুন। এ ছাড়া থাকছে কালার্স টুয়েন্টি ফোর’র বিশেষ আয়োজন। ঈদের আগের রাতে ৮টা ৩০ মিনিটে আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ আসবেন অতিথি হয়ে। ঈদের পরের শুক্রবার অতিথি হয়েছেন শবনম বুবলি।সেলিব্রিটি চয়েজ ও বিশ্বরঙ থেকে ঈদের অনুষ্ঠানের পোশাক নিয়েছি। 

সবশেষে ঈদ প্রসঙ্গে তিনি বললেন, ঈদে অফিস করবো। ঈদে দর্শকদের বিনোদনের আপডেট দিতে হবে। ভালোবাসা থেকেই অফিস করি। কোরবানি দিচ্ছি নানু বাড়িতে। কোরবানি দিয়েই দুপুরে অফিসে আসব। ঈদের পরদিন রান্না করবো। গরুর ভাজা শুটকির মতো আইটেম প্রতি কোরবানি ঈদে রান্না করি। বিরিয়ানি পছন্দ করি। ওটা থাকবে রান্নার মেন্যুতে। এ ছাড়া গরু ও খাসির আইটেম রান্না করতে হয়। 

প্রসঙ্গত, চ্যানেল টুয়েন্টি ফোরের বিনোদন বিভাগে সাংবাদিকতা ও অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি বিভিন্ন কর্পোরেট ইভেন্ট উপস্থাপনা করছেন কুষ্টিয়ার মেয়ে জেবিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়