শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ০৬ জুন, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাবিলা “লিচুর বাগানে” দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল : শাকিব খান (ভিডিও)

মনিরুল ইসলাম: সাবিলা নূরের প্রশংসা করে সুপারষ্টার শাকিব খান এভাবেই বললেন, ‘সাবিলা তো শুরুতে এসেই “লিচুর বাগানে” দিয়ে কী যে আগুন লাগিয়ে দিল। আমরা সব সময় বলতাম একটা কথা। বলতাম—বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন দরকার। সেই হিরোইন  পেয়ে গেল বাংলা সিনেমা। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা। ইনশা আল্লাহ ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করব।

সাবিলার প্রশংসা করার সময় সাবিলা চোখে- মুখে ছিলো আনন্দ উচ্ছাসের ছাপ। তন্ময় হয়ে শুনলেন শাকিব খানের বয়ান।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের এক অভিজাত হোটেলে আয়োজন করা হয় ঈদে মুক্তি প্রতীক্ষিত আলোচিত মুভি ' তান্ডব' মুক্তি নিয়ে এক সংবাদ সম্মেলনের। এতে বিনোদন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শাকিব খান। যাকে এখন মেগাষ্টার খেতাবে ভূষিত করা হচ্ছে। উপস্থিত ছিলেন মুভির নির্মাতা  এ সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। ছবির আরেক অভিনেত্রী জয়া আহসান। সকলেই কথা বলেন। প্রশ্নের জবাব দেন।

২ দিন আগে তান্ডব ছবির একটি আইটেম সং প্রকাশ পেয়েছে। ' লিচুর বাগানে '...। এই সংটি ইউটিউবে প্রচার হবার পর থেকে ঝড় তুলেছে সাবিলা - শাকিবখানের আইটেম সংটি। সাথে আছে মোশাররফ করিম। এখন চারিদিকে এই সং নিয়েই চলছে আলোচনা - সমালোচনা। সিনেমা দর্শকরা অপেক্ষায় রয়েছে শনিবার কখন বড় পর্দায় দেখবেন সংটি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  শাকিব খান বলেন,  কে ছোট পর্দার আর কে বড় পর্দার এ বিষয়টা আসলে শুনতেই ভালো লাগে না। কেন প্রশ্ন উঠবে বড় পর্দা, ছোট পর্দা। আমরা অভিনেতা–অভিনেত্রী। সেটা যে অঙ্গনেই হোক । আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। এখন আসলে পৃথিবীতে এ বিষয়টাই চলে না, কোন পর্দার মানুষ। ভালো অভিনয়শিল্পী কি না, সেটা হলো দেখার বিষয়—সেটা যে অঙ্গনেই কাজ করুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়