শিরোনাম
◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ◈ বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬ ◈ নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না, তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর!

প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন, আমাকে চুমু খেতে যান: অভিনেত্রী সুরভীন

একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন ‘হেট স্টোরি’ খ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা। নিজের জীবনের এমনই এক যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’–এর প্রচারে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানালেন, তিনি একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন। বলিউড তো বটেই, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার।

বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার দারুণ সব অভিজ্ঞতা যেমন ছিল, তেমনই ছিল অন্ধকার কিছু অধ্যায়ও। নাম না তুলে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, মিটিং ছিল এক পরিচালকের অফিসে। আলাপ-আলোচনার পর, উনি আমাকে গেট অবধি এগিয়ে দেন। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই— আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি। কিন্তু দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন— আমাকে চুমু খেতে যান! আমি সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দিই।

তারপর আর কোনও কথা না বলে সেখান থেকে সোজা হাঁটা দিয়েছিলাম। আমার ওইমুহুর্তে ওটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এসব কীভাবে করছো তুমি!’

তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানান এই অভিনেত্রী। সুরভীনের দাবি, এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সরাসরি না বললেও, এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘সময় কাটানোর’ প্রস্তাব পাঠিয়েছিলেন! ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও, ‘কোডেড ল্যাঙ্গুয়েজে’ তার বার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল।

সুরভীনকে শেষ দেখা গিয়েছিল ‘রাণা  নাইডু’, ‘ডিকাপলড’ এবং ‘স্যাক্রেড গেমস’-এ। আর এখন ওটিটিতে স্ট্রিম করছে তার নতুন ওয়েব শো ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়