শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কি কাউকে অসম্মান করেছি: বর্ষা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। জানান, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার এমন সিদ্ধান্ত। অভিনেত্রী মনে করেন- সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয়কে বিদায় যানাচ্ছেন তিনি। তবে হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষেই বাজবে এই বিদায় ঘণ্টা।

চিত্রনায়িকা বর্ষার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই শোবিজে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নেননি। এ কথা বলেছেন অনেকেই। এসব তর্ক-বিতর্ক এসেছে বর্ষার নজরেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষা স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আর এটি নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।

অভিনেত্রীর কথায়, ‘সোশাল মিডিয়ায় আসলে সবকিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!’

কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে বর্ষা আরও বলেন, ‘আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমি-ওমর সানি কিংবা নাইম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।’

সবশেষে বর্ষা বলেন, ‘আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়