শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ভাঙায় মেয়ে আজও আমাকে ক্ষমা করেনি, বললেন স্বস্তিকা

টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন।

টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তাদের জুটির সাফল্য দর্শকদের মুগ্ধ করেছিল। তবে শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন কাছের মানুষ। ছয় বছর একসঙ্গে কাটানোর পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, বিচ্ছেদের পর তার পরিবারও বিষয়টি মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বোন অজপা কেঁদে ফেলেছিলেন, আর তার মেয়ে অন্বেষা মায়ের সিদ্ধান্তে অভিমান করেছিল। 

অভিনেত্রীর মেয়ে পুরো বিষয়টা কীভাবে দেখেছে সে প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।

স্বস্তিকা জানান, তার পরিবারের সদস্যরা চেয়েছিলেন তিনি ও জিৎ বিয়ে করুন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অভিনেত্রী বলেন, “আমার মা-বোন সবসময় জিতের পক্ষ নিয়েছে। আমার মেয়ে পর্যন্ত জিতের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিল। বড় হওয়ার পর ওর মন্তব্য, ‘জিৎ খুবই সুপুরুষ, মা তুমি কী করলে।’

সাক্ষাৎকারে স্বস্তিকা আরও বলেন, তার প্রেমের সংখ্যা নিয়ে অনেক জল্পনা থাকলেও তিনি কেবল ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। তবে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। জিৎ পরবর্তীতে বিয়ে করলেও স্বস্তিকা নতুন সম্পর্কে জড়ালেও আর ঘর বাঁধেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়