শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমরা সেই বন্ধনকে সিলবদ্ধ করেছি’

প্রেম ও বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসার মানুষ নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করছেন এই অভিনেত্রী। গতকাল রবিবার মধুমতি মডেল টাউনে অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। আজ সোমবার একই ভেন্যুতে হবে বিয়ের আনুষ্ঠানিকতাও।

শুরু থেকে নিশ্চুপ থাকলেও অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন মেহজাবীন। আজ ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাঙা দাঁত ও সুন্দর হাসিমাখা একটি ছেলে আমার সাথে দেখা করতে আসে। আমি তখন শুটিং হাউসের ছাদে দাঁড়ানো। রাস্তা থেকে আমার দিকে হাত নাড়াচ্ছিল। আমরা ১৫ মিনিটের মতো কথা বলি, হাত মেলাই, এরপর সে চলে যায়। তখনই মনে হচ্ছে আমার হৃদয়ের কোনো টুকরো তার সাথে চলে গেছে। আমি বুঝে যাই-সত্যিই প্রেমে পড়েছে আমি।’

তিনি আরও লিখেছেন, ‘সেই ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে। আমরা এখনো আছি। নিজেদের সাফল্য ও ব্যর্থতা একসঙ্গে ভাগাভাগি করছি। বলা হয়ে থাকে যে সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন টিকে যায়। আমরা প্রায় দ্বিগুণ করে ফেলেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমরা সেই বন্ধনকে সিলবদ্ধ করেছি। সারাজীবন হাতে হাত ধরে চলার শপথ নিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছি।’

সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের নতুন এই যাত্রায় আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনা চাই যেন সামনের দিনগুলো আমরা একসঙ্গে সুখে কাটাতে পারি।’

এদিকে, রাজীব-মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠানে কঠোর গোপনীয়তা নিশ্চিত করা হয়। গতকাল বেলা ১১টার পর থেকে সেখানে বর-কনের পাশাপাশি পরিবারের লোকজনও যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনের মধ্যে আমন্ত্রিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামুল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমানসহ অনেকে।

গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিকজন জানান, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

অতিথিরা জানান, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে আক্‌দ, গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের ছবি পোস্ট করার সুযোগ পাবেন। এর আগে কারও ছবি পোস্ট করার অনুমতি নেই।

জানা গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়