শিরোনাম
◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পর যে কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন চিত্রনায়িকা পপি

থানায় বোনের জিডি করার পর স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। তবে আরও একটি পারিবারিক কারণে নিজেকে ‘গৃহবন্দি’ করেছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান (নাম আয়াত) রয়েছে।

 সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে। কারণ চিত্রনায়িকা পপির এটি প্রথম বিয়ে হলেও ব্যবসায়ী আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেননি আদনান।
 
বিয়ের পর থেকেই আদনানের পরিবার পপিকে মেনে নেয়নি। এখনও মেনে নিয়েছে কি না সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
 
 বিশ্বস্ত সূত্র বলছে, বিয়ের পর স্বামীকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন পপি। ওই সময় থেকেই এক প্রকার ‘গৃহবন্দি’ হয়ে থাকতেন। যে কারণে ঢালিউডের সিনেমায় অভিনয় করা থেকে দূরে সরে যান অভিনেত্রী।
 
এরপর সংসারে আয়াত নামের পুত্র সন্তান এলে তাকে ঘিরেই সময় কাঁটতে থাকে পপির। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে খুলনায় বসবাস করলেও মাঝেমধ্যে ঢাকায় আসেন তিনি।
 
এমন পরিস্থিতিতে পপির মায়ের পরিবারের সঙ্গেও বনিবনা নেই। পৈতৃক সম্পত্তির ভাগ ভাই-বোনদের না দিয়ে একাই ভোগ করতে চাওয়ায় পারিবারিক কলহে জড়িয়ে পড়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন ভাই, বোন ও মাকে।
 
এ ঘটনায় সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। পপির বিরুদ্ধে থানায় জিডি করার পরই অভিনেত্রীর স্বামী, সন্তানের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে।
 
এ বিষয়ে চিত্রনায়িকা পপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়