শিরোনাম
◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাতিমা সানা শেখ কুপ্রস্তাবের শিকার 

শোবিজের অনেক তারকাই ‘কাস্টিং কাউচ’-এর শিকার হন। এবার এ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। একাধিকবার এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। 

দক্ষিণ ভারতীয় ছবির জগতে প্রথম এমন অভিজ্ঞতার শিকার হন ফাতিমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাস্টিং এজেন্ট আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি সব কিছু করতে রাজি তো? আমি বলেছিলাম, আমি পরিশ্রম করবো এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করবো। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন।

আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চেয়েছিলাম, কতো নিচে নামতে পারেন তিনি। এমনই আরও এক অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, হায়দরাবাদে একদিন আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। 

বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন তারা। তবে সরাসরি কিছু বলছিলেন না। ২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু তার পর থেকে আর কোনো দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাকে। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। আমির খানের সঙ্গে সেই ছবি করে প্রশংসা পান অভিনেত্রী। পরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী দিনে তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো সিনেমায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়