শিরোনাম
◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহিদ-পূজার চুমু নিয়ে তোলপাড়

গত কয়েক বছর ধরেই সুপার হিট সিনেমা নেই বলিউড অভিনেতা শহিদ কাপুরের ঝুলিতে। কয়েক দিন পরই মুক্তির কথা রয়েছে তার অভিনীত ‘দেবা’ সিনেমার। এরই মধ্যে সেন্সর বোর্ডের ইউ/এ সার্টিফিকেট পেয়েছেন পরিচালক রোশান অ্যান্ড্রুজ।

অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ‘দেবা’ সিনেমায় শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সিনেমাটিতে এ জুটির চুমুর দৃশ্য রয়েছেন; যা নিয়ে আপত্তি জানায় ভারতীয় সেন্সর বোর্ড।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। তবে সিনেমাটিকে তিনটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চুম্বন দৃশ্যের দৈর্ঘ্য ৬ সেকেন্ড কমানো হয়েছে। ‘অশ্লীল অঙ্গভঙ্গি’র দৃশ্য যথাযথভাবে পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির একাধিক জায়গায় ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোর পরিবর্তে ‘হালকা শব্দ’ ব্যবহার করা হয়েছে। সাবটাইটেলেও পরিবর্তন আনা হয়েছে।

সেন্সের বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনেমার পরিবর্তনগুলো করেছেন নির্মাতা। গত ৩০ ডিসেম্বর ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়। সিনেমাটির দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৩৬ মিনিট ৫৯ সেকেন্ড। পরিবর্তনের পর তা ১৫৬ মিনিট ৫৯ সেকেন্ডে দাঁড়িয়েছে।

‘কবীর সিং’ সিনেমায় শহিদ কাপুরকে যেমন ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে দেখেছেন দর্শকরা। ‘দেবা’ সিনেমার ট্রেইলারেও খানিকটা তেমন লুকে দেখা যায় তাকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়