শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন: চ্যানেল আইতে সালমান-শাবনূর জুটির চাওয়া থেকে পাওয়া

সালমান-শাবনূর

মনিরুল ইসলাম  : আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর পর মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া। তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। সালমান-শাবনূর জুটি অভিনীত চলচ্চিত্র মোট ১৪টি। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- তুমি আমার, বিক্ষোভ, রঙিন সুজন সখি, স্বপ্নের ঠিকানা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, তোমাকে চাই। এই জুটি মানেই সুপার ডুপার হিট। এই জুটি মানেই জীবন্ত অবিনয়। 

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন ১৭ ডিসেম্বর। শাবনূরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের নিবেদন এম এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া।চলচ্চিত্রটি দেখবেন চ্যানেল আইতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টা ০৫ মিনিটে। 

সালমান শাহ ও শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। 

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ। চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন। 

উল্লেখ্য ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়