শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলাসবহুল জীবন রেখার, কোথায় থেকে পান এত টাকা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার উজ্জ্বল ত্বক, রঙিন পোশাক আর গহনাসহ প্রসাধনী— সবই চোখ ধাঁধিয়ে দেয়। এই বয়সে খুব বেশি অভিনয় করেন না তিনি। তাহলে এত আভিজাত্য 'কোথায় থেকে আসে অভিনেত্রীর?

সত্তরেও লাস্যময়ী অভিনেত্রী রেখা। সম্প্রতি এক কথোপকথন অনুষ্ঠানে এসে রেখা নিজেই বলেছেন, তিনি প্রত্যাশা করেন সবাই তাকে দেখে বলবেন— কত বদলে গেছ। আগের থেকেও অল্প বয়সি মনে হচ্ছে তোমাকে। এমন কথা অভিনেত্রী সরাসরি বলেছেন কপিল শর্মাকে।

এ প্রত্যাশা একেবারেই অমূলক নয়। সত্যিই তার ত্বকের জেল্লা, হাসির ঝিলিক আর মরাল গমন এখনো ইর্ষান্বিত করতে পারে বলিউডের হালের অভিনেত্রীদের। 

গত সেপ্টেম্বর মাসেই এক পুরস্কার বিতরণী মঞ্চে একটানা ২০ মিনিট নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দেন ‘উমরাও জান’খ্যাত অভিনেত্রী। প্রমাণ করে দিয়েছেন তিনি, বয়স শুধুই একটি সংখ্যা মাত্র।

শুধু দামি দামি কাঞ্জিভরম শাড়ি বা গহনাই নয়, রেখার সম্পত্তির মধ্যে রয়েছে নানা ধরনের বিলাসবহুল দামি গাড়ি। যার কোনোটির দাম দেড় কোটি তো কোনোটির দাম ৬ কোটি, আবার কোনোটির ১০ কোটির কাছাকাছি।

একটা সময় রেখা ছিলেন বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সে যুগেই তিনি একটি ছবির জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখনো কোনো বিপণিবিতান সংস্থার জন্য কাজ করতে হলে রেখাকে দিতে হয় ৬ কোটি টাকা। ২০১২ সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। ফলে সেই সময় সরকারি ভাতাও পেতেন অভিনেত্রী।

এ মুহূর্তে রেখা থাকেন মুম্বাইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকার একটি বিলাসবহুল বাংলোয়। যার দাম হতে পারে ১০০ কোটির কাছাকাছি। জানা গেছে, এ মুহূর্তে বিভিন্ন সংস্থার প্রচারের জন্য তিনি বার্ষিক প্রায় ৬৫ লাখ টাকা উপার্জন করে থাকেন। স্থাবর-অস্থাবর মিলিয়ে ২০২৪ সালে রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়