শিরোনাম
◈ মাঝরাতে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস ◈ আগামী সপ্তাহে রদবদলের আভাস উপদেষ্টা পরিষদে  ◈ নিজেদের ক্ষমতা বাড়াতে চান জেলা প্রশাসকরা ◈ ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী  ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা জানালেন উপদেষ্টা ◈ বিএনপির কাউন্সিল: ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত ◈ উৎকণ্ঠায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা  ◈ হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিসুর মতো ব্যবহার করেছেন: সারজিস আলম (ভিডিও) ◈ নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল ◈ লিবিয়ার বেনগাজি বন্দিশালা থেকে ৬৬ লাখ টাকা দিয়ে মুক্ত দুই বাংলাদেশি, ৫ স্ত্রীকে নিয়ে পালিয়েছে মানবপাচারকারী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাধ্যার নতুন খেলার সঙ্গী আসছে কিনা— প্রশ্নে যা বললেন অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের সমালোচনা এখন তুঙ্গে। এ নিয়ে তাদের মধ্যে থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, এ বিচ্ছেদের পথের কাঁটা হচ্ছেন— অভিনেত্রী নিমরত কৌর, যা অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। 

এদিকে আরাধ্যার নতুন খেলার সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও কথা হচ্ছে। সেই কথা শুনেই লাজুক হাসলেন জুনিয়র বচ্চন।

এসব তথ্য দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের কন্যা আরাধ্যা বচ্চন। মেয়ে এখন পুরোপুরি কিশোরী। এবার কী তা হলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে? এমন প্রশ্ন করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়'- এ। 

প্রায় এক বছর ধরে তাদের বিবাহবিচ্ছেদে জল্পনা চলছে। তাতে উসকানি পড়ছে নানা ঘটনায়। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলেন ঐশ্বরিয়া। ফিরে যান তার বিয়ের আগের পদবিতে। অথচ একসময় এই বচ্চন পদবি তিনি গর্বের সঙ্গে উচ্চারণ করতেন।

তবে এসবের মাঝে মুম্বাইয়ের এক খ্যাতনামা রেডিওলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত ধরে হাজির হতেই সব গুঞ্জন নস্যাৎ করেন সাবেক বিশ্বসুন্দরী। কিন্তু রিতেশ বছরখানেক আগেই তার অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরেজিতে ‘এ’ দিয়ে শুরু; শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন,  এটাই যেন প্রথা হয়ে গেছে।

 অভিষেককে রিতেশ প্রশ্ন করেন, জয়া আন্টি কোন দোষ করেছিলেন? অভিনেতা বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়