শিরোনাম
◈ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ যে কারণে ফিরছেন না তারেক রহমান, যা বলছেন বিএনপি নেতারা ◈ হামাস থেকে মুক্তির পর নিজদেশ ইসরায়েলে ধর্ষণের শিকার শেম ◈ যুদ্ধের আশঙ্কায় যুবক-ছাত্রদের ট্রেনিং দিচ্ছে ভারত ◈ একদিনেই চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ◈ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে: মির্জা ফখরুল ◈ বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া ◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর..

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রীর নাম ভাঙিয়ে ‘ভুয়া বেনারসি শাড়ি’ বিক্রি

ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এই অভিনেত্রীর নাম ভাঙিয়ে শাড়ি বিক্রি করে প্রতারণা করছে একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা। বিষয়টি নজরে আসার পর রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী। 

সম্প্রতি কালোর উপরে সাদা সুতোর কাজ করা কাঞ্চিভরম শাড়ি কিনেছিলেন ঐন্দ্রিলা সেন। সেই শাড়ি পরে সুন্দর করে সেজে ছবি তুলে সমাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

কিন্তু গতকাল মঙ্গলবার জানতে পারেন, তাকে না জানিয়ে ওই ছবিটি শাড়ি বিক্রয়ের জনপ্রিয় একটি ই-কমার্স সংস্থা ব্যবহার করছে। ঐন্দ্রিলার ব্যবহার করা সেই শাড়িকে নিজেদের বলে দাবি করেছে সংস্থাটি। 

বিষয়টি জানিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন বলেছেন, ‘আমার এক পরিচিত শাড়ি কিনবেন বলে অনলাইনে খোঁজাখুঁজি করছিলেন। তখনই ওই জনপ্রিয় ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে আমার ছবি দেখেন। হোয়াট্সঅ্যাপ বার্তায় জানতে চান, আমি যে শাড়িটি পরে আছি, সেটি ভালো কিনা।’

অভিনেত্রী বলেন, ‘প্রথমে বিষয়টি আমি বুঝতে পারিনি। স্ক্রিনশট পাঠানোর পর বুঝতে পারি। গুজরাটের সেই শাড়ি বিক্রির সংস্থাটি আমার অনুমতি না নিয়ে আমার ছবি ব্যবহার করেছে। অন্যদের শাড়িকে নিজেদের শাড়ি বলে দাবি করছে।

ঐন্দ্রিলা আরও জানিয়েছেন, ‘এখানেই শেষ নয়। আমি পরেছিলাম কাঞ্চিভরম শাড়ি। অথচ সংস্থা আমার পড়া শাড়িটিকে বেনারসি শাড়ি বলে বিক্রি করছে। তাদের দাবি, খুব কম দামে তারা এত ভালো শাড়ি বিক্রি করছে! নামি ই-কমার্স সংস্থা বলে ক্রেতারাও চোখ বুজে বিশ্বাস করছেন। এটা কী করে মেনে নেব?'

  • সর্বশেষ
  • জনপ্রিয়