শিরোনাম
◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী শবনম ফারিয়া ভাইরাল সেই স্ক্রিনশট নিয়ে যা জানালেন 

কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্টের স্ক্রিনশট। সেই পোস্টে ছাত্র-জনতার আন্দোলনের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী। অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়েও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে শবনম ফারিয়া জানালেন, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া। আজ বুধবার সকালে ফারিয়া দাবি করেন, এমন কোনো পোস্ট তিনি দেননি।

ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে শবনম ফারিয়া ফেসবুকে লেখেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে! আমি এই পোস্ট দিয়েছি ভেবে যাঁরা খুশি, তাঁরা প্লিজ খুশি হইয়েন না।’

ফারিয়া আরও লেখেন, ‘আবার লিখসে (ভাইরাল হওয়া পোস্টে), ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে।” অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

ফারিয়া তাঁর পোস্টে নিজের অবস্থান পরিস্কার করার পরেও মন্তব্যের ঘরে কেউ কেউ সমালোচনা করছেন। অনেকেই তবুও দাবি করছেন, ফারিয়া স্ট্যাটাস দিয়ে এখন অস্বীকার করছেন। এমন মন্তব্যে ফারিয়ার জবাব, ‘আমি লিখলে আমি বলব আমি লিখেছি। সত্য-মিথ্যা পরের কথা! আগে তো পোস্ট আমি লিখি নাই, সেইটা মেইন কথা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়