শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ের সুযোগ দেওয়ার নামে অডিশনে ডেকে অজ্ঞান করার চেষ্টা, এরপর...

অভিনয়ের সুযোগ দেওয়ার নামে অনেক যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে এসেছে বলিউডে। এবার কথা বললেন ছোট পর্দার অভিনেত্রী রাশমি দেশাই। যদিও আগে এ বিষয়ে কথা বলেছেন তিনি। নতুন এক সাক্ষাৎকারে আবারও এ প্রসঙ্গে কথা বলেছেন দেশাই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে কথা বললেন রাশমি দেশাই। তিনি জানালেন, কীভাবে মাত্র ১৬ বছর বয়সে অন্যায়ভাবে তাঁর সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর আগেও বহু তারকা বিনোদন–দুনিয়ায় কাস্টিং কাউচের কথা সামনে এনেছেন।

‘দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এ নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি। ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন। আমার মনে আছে, আমাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যাই, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না।

তখন আমার বয়স মাত্র ১৬, আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম। কিছু সময় পর আমি আমার মাকে সব কথা বলি।’ বলেন রাশমি দেশাই।

একই ঘটনা নিয়ে রাশমি দেশাই আরও বলেন, ‘মনে আছে, আমি পরদিন মাকে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আমার মা ওকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আমার সঙ্গেই হয়েছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দুই রকম মানুষকে পাওয়া যায়। আমার ভাগ্য ভালো, পরবর্তী সময়ে আমি অসাধারণ মানুষদের পাশে পেয়েছি। ভগবান সহায় ছিল।’

‘উত্তরণ’ দিয়ে রাশমি দেশাই অভিনয়ে পা রেখেছিলেন। ‘ইশক কা রং সফেদ’ ও ‘আধুরি কাহানি হামারি’র মতো হিন্দি সিরিয়ালে দেখা গিয়েছে রাশমি দেশাইকে।

২০১২ সালে নিজের ‘উত্তরণ’ সহ-অভিনেতা কোস্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। খবর কইমইডটকম ও প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়