শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি না মানলে আন্দোলনের ডাক মেহজাবীন ভক্তদের ! 

টেলিভিশন পর্দার অঘোষিত রাণী বলা হয় মেহজাবীন চৌধুরীকে। শুধু দেশের আনাচে কানাচে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে তার ভক্তকুল। অন্যান্য অনেক তারকার চেয়ে এই অভিনেত্রী ও তার ভক্তদের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক, যার দরুণ নিজের শত ব্যস্ততার মাঝেও তাদের সময় দিতে ভুলেন না মেহজাবীন। ভক্তরাও তাকে মুড়িয়ে রাখেন ভালোবাসার চাদরে।

এইতো কিছুদিন আগেই ভক্তদের কল্যাণে বিশ্বব্যাপী তারকাদের কাতারে উঠে এসেছে মেহজাবীনের নাম। টাইলার পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে মেহজাবীনের ভক্তরা। যাতে সত্যি অবাক হয়েছেন অভিনেত্রী, হয়েছেন আপ্লুতও।

এবার সেই মেহজাবীন ভক্তরা এক দাবি নিয়ে আর্জি জানিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীর কাছে। তাদের একটাই দাবি, তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক হোক, ওটিটি কিংবা সিনেমা। যেকোনো মাধ্যমেই হতে পারে তবে জনরা হওয়া চাই রোমান্টিক।

এমন দাবি তুলেই মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবে দিনভর চর্চা চালিয়ে যাচ্ছেন তারা। শুধু দাবি জানিয়েই থামেননি, সঙ্গে জুড়ে দিয়েছেন আন্দোলনের ডাকও! দাবি মানা নাহলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন!

ভক্তদের এক দফা এক দাবি উল্লেখ করে মেহজাবীন চৌধুরীকে মেনশন করে এক পোস্টে তনাইয়া তাছনিম লিখেছেন, ‘মেহজাবীনকে রোমান্টিক নাটকে দেখতে চাই। দরকার হলে শাহবাগে গিয়ে ভক্তরা আন্দোলন করবে।’

আন্দোলনের কথা উল্লেখ করে শারমিন আক্তার মুক্তা লিখেন, ‘আপু এখন আমাদের দাবি একটাই এক দফা এক দাবি... তোমাকে রোমান্টিক নাটক করতে হবে!  গ্রুপের সবাই মিলে শাহবাগে যেয়ে কি আন্দোলন করবো?’

অভিনেত্রীর বাড়ির সামনে অনশন করবেন জানিয়ে আরেক ভক্ত জুঁই নাজনীন লিখেন, ‘ভক্ত দের আবদার মেনে নিন। না হলে আপনার বাড়ির সামনে অনশন করবে।’

দিনভর এসব দাবি আর পোস্ট নজর এড়ায়নি মেহজাবীনের। দেখে হয়েছেন অবাকও। ভক্তের সেই পোস্টে অভিনেত্রী মন্তব্যও করেন। সেখানে তিনি লিখেন, ‘ওহ গড, কি হচ্ছে!’

অভিনেত্রীর এমন মন্তব্যে কিছুটা হলেও আশ্বাস পেয়েছেন ভক্তরা। কারণ, মেহজাবীন কখনোই তার ভক্তদের আবদার ফেলেন না। এখন দেখার অপেক্ষা ভক্তদের দাবি কীভাবে রক্ষা করেন দেশের সর্বাধিক দর্শকের এই তারকা।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীন চৌধুরীর দুই সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’। এদিকে এই অভিনেত্রীর ‘কাজল’ শিরোনামের একটি নাটক সম্প্রতি মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। মোসতা কামাল রাজ পরিচালিত এ নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়