শিরোনাম
◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আরও বড় সিদ্ধান্ত নিলেন সালমান খান

বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ওলটপালট হয়ে গিয়েছে সালমান খানের জীবন। লরেন্স বিশ্নোইদের মূল নিশানায় তিনি। নিরাপত্তা জোরদার করলেও প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে। চুক্তিবদ্ধ রয়েছেন বলে বাধ্য হয়ে ‘বিগবস্‌ ১৮’র কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানেও সঞ্চালনা করার সময় জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আর এবার আরও বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ‘সিংহম আগেন’ ছবির ঝলক। তারকাখচিত এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল সলমন খানের। বন্ধু রোহিত শেট্টি ও অজয় দেবগনের অনুরোধেই এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা দিতে রাজি হয়েছিলেন তিনি।

কিন্তু সেই কথা সালমান খান রাখতে পারবেন না বলে শোনা যাচ্ছে। একের পরে এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। বাবা সিদ্দিকির চেয়েও কঠিন পরিণতি হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মুম্বইয়ের এক তামাক কারখানায় সালমান খানের একদিনের শুটিং হওয়ার কথা ছিল। বাবা সিদ্দিকির মৃত্যু ও একের পরে এক হুমকির জেরে সেই শুটিং বাতিল হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “রোহিত শেট্টি ও অজয় দেবগনও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এই অবস্থায় সালমানকে আর অনুরোধ করতে চাইছেন না। এই সময় সালমানকে অনুরোধ করা মোটেই সংবেদনশীল হবে না।”

সেই সূত্র আরও বলেন, “বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সলমনের সঙ্গে শুটিং করা খুবই অসংবেদনশীল হয়ে উঠবে। তা ছাড়াও, ১৮ অক্টোবরের মধ্যে রোহিতকে সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতেই হত। তাই এই পরিস্থিতিতে সলমনকে ছাড়াই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন ।”

রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোন, করিনা কপূর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার ও টাইগার শ্রফরাও অভিনয় করেছেন। উৎস: আনন্দবাজার পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়