শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানকর্মীর সঙ্গে যে কাণ্ড করলেন সাইফ !

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর বলিপাড়ার অন্যতম আলোচিত দম্পতি। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন এ তারকা অভিনেতা-অভিনেত্রী। 

এর আগে মুম্বাই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তারা। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন— দুই মাধ্যমেই সাইফ-কারিনা জুটি দর্শকদের প্রিয় তালিকায় রয়েছেন।

এমনই একদিন মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন এ তারকা দম্পতি। বিমানবন্দরের সামনে যা কাণ্ড ঘটান সাইফ তা দেখে হতবাক সবাই। কেউ-ই আশা করেননি যে তিনি এমনটি করে বসবেন।

এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল অভিনেতা। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি, সেটি কেউ আশা করেননি। আসলে সেদিন কারিনার পরনে ছিল কুর্তা, তার ওপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন নারীকর্মী। তার সঙ্গেই কারিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সে মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করে ফেলেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন। 

তারা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করে থাকেন পাপারাজ্জিরা। তাদের প্রিয় হলেন বেবো ও তার গোটা পরিবার। তাই কারিনা-সাইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়