শিরোনাম
◈ মাহমুদউল্লাহ রিয়াদ আর টি-টোয়েন্টি খেলবেন না ◈ শাহজালালে প্রবাসীদের জন্য লাউঞ্জ হচ্ছে, স্বল্পমূল্যে মিলবে খাবার  ◈ পদত্যাগ করলেন চেয়ারম্যানসহ পিএসসির অন্য সদস্যরা ◈ ৪ মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ◈ মোহাম্মদ আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের কোচ ! ◈ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন ◈ জাতীয় পার্টিকে সংলাপে চায় না সমন্বয়ক হাসনাত ও সারজিস ◈ হিন্দু সম্প্রদায়ের  নিরাপত্তাহীনতার অভিযোগ  বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে : মাহফুজ আলম ◈ পররাষ্ট্র উপদেষ্টা সুখবর দিলেন ইতালি ভিসাপ্রত্যাশীদের  ◈ দলের দায়িত্ব কাকে দেবেন? কোথায় যাবেন শেখ হাসিনা?

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৮ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমির খান যে সিনেমা ছাড়ার আফসোস এখনও করেন

তিনি বলিউডের পারফেকশনিস্ট হিসেবে খ্যাত। ক্যামেরায় তার কাজ সুনিপণ। তাই সাফল্যও তার পা ছুঁয়েছে বার বার। যেকোনো চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার জুড়ি মেলা ভার।

ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী চরিত্র। তবে একটি চরিত্র রয়েছে, যা পর্দায় ফুটিয়ে তুলতে না পারার কষ্ট আজও বয়ে বেড়ান তিনি। বলছিলাম আমির খানের কথা। ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেতা ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করতে না পারার আফসোসটা আজও বয়ে বেড়ান এই অভিনেতা।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য লেজেন্ড অব ভগৎ সিং’ সিনেমায় অভিনয় করার কথা ছিল আমির খানের। রাজকুমার সন্তোষী এ সিনেমার জন্য প্রথমে আমিরের কাছেই গিয়েছিলেন। তিনি তখন চরিত্রটি করতে রাজি হননি। পরে সেটি ছেড়ে দেয়ায় আফসোস করেছেন।

কপিল শর্মার শো’তে এসে তিনি এ কথা প্রকাশ করেন। সঙ্গে যোগ করেছেন, কেন সিনেমাটিতে অভিনয় করেননি। 
আমিরের মতে, ভগৎ সিং একজন তরুণ ছিলেন এবং তার গল্পেও তারুণ্য বিশেষ হয়ে ধরা পড়ে। তাকে যখন এ সিনেমার জন্য প্রস্তাব দেয়া হয়, তখন তার বয়স ৩৬ বছর। তিনি চাননি এত বছর বয়সের কেউ চরিত্রটি করুক।

এ নিয়ে আমির বলেন, ‘ভগৎ সিং খুবই গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিক চরিত্র। মানুষ হিসেবেও তিনি স্বতন্ত্র। মাত্র ২২-২৩ বছর বয়সে তিনি যেভাবে দেশের জন্য, আদর্শের জন্য কাজ করেছেন তা বিস্ময়কর। আজ আমরা এমন কিছু চিন্তাও করতে পারি না। তার সাহস ছিল। কোনোকিছুতে ভয় ছিল না। খুবই দুষ্প্রাপ্য মানব চরিত্র তিনি।’

এমন একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছা সব অভিনেতারই ছিল। অনেকেই ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন। সন্তোষীর এ সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। কিন্তু আমির করতে চাননি বয়সের কারণে। তিনি বলেন, ‘আমার বয়স তখন ৪০-এর দিকে যাচ্ছে। আমার মনে হয়নি ভগৎ সিংয়ের মতো একটি চরিত্র আমি ওই বয়সে করলে খুব ভালো দেখাবে। তারুণ্যের সে ছাপ আমার মধ্যে আসত না। এ কারণে সন্তোষীকে বলেছিলাম, তরুণ কোনো অভিনেতাকে এর জন্য কাস্ট করতে।’

অবশ্য সন্তোষী তা করেননি। তিনি নিয়েছিলেন অজয় দেবগনকে। সিনেমার জন্য অজয় দেবগন পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমির তার ক্যারিয়ারে এ পুরস্কার পাননি। মজার ব্যাপার, এর তিন বছর পর মুক্তি পায় ‘মঙ্গল পাণ্ডে’, যেখানে আমির খান মঙ্গল পাণ্ডের চরিত্রে অভিনয় করেন এবং ২০০৬ সালে মুক্তি পায় ‘রঙ দে বাসান্তি’। রাকেশ ওমপ্রকাশ মেহরার রঙ দে বাসান্তিতে তিনি অভিনয় করেছিলেন চন্দ্রশেখর আজাদের চরিত্রে। মৃত্যুর সময় আজাদের বয়স ছিল ২৪ বছর আর এ চরিত্রে অভিনয় করা আমিরের বয়স ছিল ৪০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়