শিরোনাম
◈ বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, নয়াদিল্লি এখন কোন পথে যাবে ? ◈ ভূমি কর্মকর্তাদের জন্য হাসনাত আব্দুল্লাহর সতর্কবার্তা! ◈ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারেতে সাকিবের অভিষেক ◈ যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরি, বাংলাদেশ বিমানের ৫ কর্মী আটক ◈ রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ◈ দল করলে নেতাদের কথামতো কাজ করতে হয় : ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি ◈ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে যে কুপ্রস্তাব পান অভিনেত্রী নয়নতারা ! ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনা ◈ আ. লীগের তিন নেতা তিন দেশে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৪, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের কলকাতার সিনেমায় ফারিণ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] তাসনিয়া ফারিণ ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। নতুন খবর হলো, ‘আরও এক পৃথিবী’ সিনেমার পর আবারও কলকাতার সিনেমায় অভিনয় করবেন তিনি। নাম ‘প্রতীক্ষা’। এতে দেবের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে। সূত্র: আনন্দবাজার

[৩] এ প্রসঙ্গে সিনেমার পরিচালক অভিজিৎ সেন বলেন, তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।

[৪] তিনি আরও বলেন, সিনেমার গল্প চূড়ান্ত। এখন চিত্রনাট্যের কাজ চলছে। চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। সব ঠিক থাকলে, নভেম্বর মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে। সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও হবে কিছু অংশের কাজ। সূত্র: সংবাদ প্রতিদিন

[৫] জানা গেছে, পারিবারিক সিনেমা ‘প্রতীক্ষা’। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের।

[৬] প্রসঙ্গত, দেব-অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে। এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তারা। ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাদের আগামী সিনেমা ‘প্রতীক্ষা’। আর এতেই অভিনয় করবেন ফারিণ। বিপরীতে থাকছেন দেব।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়