শিরোনাম
◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবলা পশুদের পাশে দাঁড়ানোর আহ্বান শাম্মীর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির জেরে নাজুক পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। এমতাবস্থায় সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তায় থাকা কুকুর-বিড়ালের মত অবলা প্রাণীরা। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকায় তাদের খাবার সংগ্রহ বন্ধের পথে। এমতাবস্থায় এসব প্রাণীদের জন্য উদ্বেগ প্রকাশ করলেন মডেল ও ইনফ্লুয়েন্সার শাম্মী ইসলাম নীলা।

[৩] অনেকদিন ধরেই আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর সংহতি জানাতে দেখা গেছে নীলাকে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী আলোচিত র‌্যাপার হান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদও জানান এই মডেল। এবার সামাজিক মাধ্যমে কুকুর-বিড়াল নিয়ে ব্যতিক্রমী পোস্ট দিলেন নীলা, যা নিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।

[৪] শুক্রবার রাতে নীলা তার ভেরিফাইড পেজ থেকে লেখেন, ‘দয়া করে বিড়াল-কুকুরদের নিরাপত্তা দিন। যদি সম্ভব হয়, তাদের খাবারের ব্যবস্থা করেন। তারা অসহায় এবং আমাদের ওপরেই নির্ভরশীল।’

[৫] ওই পোস্টে কিছু নেটিজেন বিরূপ মন্তব্য করলেও অধিকাংশ প্রতিক্রিয়াই ছিল ইতিবাচক। নীলাকে প্রশংসা করে কেউ কেউ লিখেছেন, ইনফ্লুয়েন্সার হলে এমনই হওয়া উচিৎ, যার মাঝে বুদ্ধি ও দয়া রয়েছে। কেউ লিখেছেন, এই বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ। আরেকজনের মন্তব্য, এভাবে পশুদের নিয়ে চিন্তা করতে দেখে আপনার ওপর খুশি না হয়ে পারছি না। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়