শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবলা পশুদের পাশে দাঁড়ানোর আহ্বান শাম্মীর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির জেরে নাজুক পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। এমতাবস্থায় সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তায় থাকা কুকুর-বিড়ালের মত অবলা প্রাণীরা। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকায় তাদের খাবার সংগ্রহ বন্ধের পথে। এমতাবস্থায় এসব প্রাণীদের জন্য উদ্বেগ প্রকাশ করলেন মডেল ও ইনফ্লুয়েন্সার শাম্মী ইসলাম নীলা।

[৩] অনেকদিন ধরেই আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর সংহতি জানাতে দেখা গেছে নীলাকে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী আলোচিত র‌্যাপার হান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদও জানান এই মডেল। এবার সামাজিক মাধ্যমে কুকুর-বিড়াল নিয়ে ব্যতিক্রমী পোস্ট দিলেন নীলা, যা নিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।

[৪] শুক্রবার রাতে নীলা তার ভেরিফাইড পেজ থেকে লেখেন, ‘দয়া করে বিড়াল-কুকুরদের নিরাপত্তা দিন। যদি সম্ভব হয়, তাদের খাবারের ব্যবস্থা করেন। তারা অসহায় এবং আমাদের ওপরেই নির্ভরশীল।’

[৫] ওই পোস্টে কিছু নেটিজেন বিরূপ মন্তব্য করলেও অধিকাংশ প্রতিক্রিয়াই ছিল ইতিবাচক। নীলাকে প্রশংসা করে কেউ কেউ লিখেছেন, ইনফ্লুয়েন্সার হলে এমনই হওয়া উচিৎ, যার মাঝে বুদ্ধি ও দয়া রয়েছে। কেউ লিখেছেন, এই বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ। আরেকজনের মন্তব্য, এভাবে পশুদের নিয়ে চিন্তা করতে দেখে আপনার ওপর খুশি না হয়ে পারছি না। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়